বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:৪১ অপরাহ্ন

বিশ্বের বৃহত্তম বিমানবন্দর কিং ফাহাদ

  • আপডেট সময় বুধবার, ৯ আগস্ট, ২০২৩

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর। বিশ্বের বৃহত্তম এই এয়ারপোর্ট দিয়ে প্রতি বছর কোটিরও বেশি যাত্রী যাতায়াত করে। বিশ্বের বুকে যে দেশগুলো তাদের উন্নয়ন আর সমৃদ্ধির জন্য সবার নজর কেড়েছে, সৌদি আরব তাদের মধ্যে অন্যতম।

মুসলিম প্রধান দেশটিতে প্রতিনিয়ত তৈরি হচ্ছে বিশাল আকৃতির সব অবকাঠামো। এখানে নির্মাণ হচ্ছে ১৭০তলা বিশিষ্ট জেদ্দা টাওয়ার, কল্পনার মতো শহর দ্য লাইন, কিংবা কচ্ছপ আকৃতির বিশ্বের বৃহত্তম ভাসমান শহর।

এত এত বৃহৎ নির্মাণের মধ্যে আছে বেশ কয়েকটি বিমানবন্দরও। ইতোমধ্যে একটি বিমানবন্দর নিয়ে মানুষের আগ্রহ ব্যাপকহারে বেড়েছে। সৌদি আরবের দাম্মামে অবস্থিত বিমানবন্দরটির নাম কিং ফাহাদ। এটি বিশ্বের সবচেয়ে বড় বিমাবন্দর হিসেবে খ্যাতি পেয়েছে। এর আকার এতো বিশাল যে, প্রায় ৪ থেকে ৫টি শহরের মানুষের বসতি স্থাপন করা সম্ভব।

বিশাল বিমানবন্দরটি ৭৭৬ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত। শুধু বিমানবন্দর ভবনটি ৩৬ দশমিক ৮ বর্গকিলোমিটার এলাকাজুড়ে নির্মাণ করা হয়েছে। এই বিশাল জায়গায় একবার কেউ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া ভার।

গণমাধ্যমের তথ্য অনুসারে, কিং ফাহদ বিমানবন্দরের নির্মাণ কাজ শুরু হয়েছিল ১৯৮৩ সালে। ১৬ বছর পর ১৯৯৯ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। উপসাগরীয় যুদ্ধের সময় এটি একটি মার্কিন বিমানঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো।

১৯৯৯ সালে যাত্রা শুরুর পর থেকে এটি ৪৩টি গন্তব্যের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। এই বিমানবন্দরে তিনটি টার্মিনাল বিল্ডিং আছে। যাত্রী সংখ্যার দিক থেকেও এটি তৃতীয় বৃহত্তম বিমানবন্দর। সৌদির এই বিমানবন্দর দিয়ে প্রতিবছর কোটির বেশি যাত্রী যাতায়াত করে থাকেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com