1. [email protected] : চলো যাই : cholojaai.net
বিশ্বের প্রথম এআই মন্ত্রী হচ্ছেন ৮৩ সন্তানের ‘মা’
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন

বিশ্বের প্রথম এআই মন্ত্রী হচ্ছেন ৮৩ সন্তানের ‘মা’

  • আপডেট সময় বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি চরিত্রকে মন্ত্রী নিয়োগ দিয়েছিল আলবেনিয়ার সরকার। এটি ছিল পৃথিবীজুড়ে এ ধরনের প্রথম ঘটনা। দুর্নীতি থামানোর কাজ দেওয়া হয়েছিল তাঁকে। সবার দৃষ্টি নিবদ্ধ ছিল–এআই মানবী দিয়েলা তাঁর দায়িত্ব কতটা সঠিকভাবে পালন করছেন। এরই মধ্যে খবর এলো–তিনি অন্তঃসত্ত্বা! খোদ আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা এ ঘোষণা দিয়েছেন। তিনি জানান, একটি বা যমজ সন্তান নয়, একসঙ্গে ৮৩ সন্তানের ‘মা’ হতে চলেছেন তাঁর সরকারের এআই মন্ত্রী।

মূলত দুর্নীতিবিরোধী লড়াই জোরদার করতে এআই মানবী দিয়েলাকে করা হয় মন্ত্রী। বিষয়টি ব্যতিক্রম হওয়ায় তা আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসে। আলবেনিয়ার প্রধানমন্ত্রী জানান, দিয়েলার প্রত্যেক সন্তান তাঁর মতোই ক্ষমতাসীন দল সোশ্যালিস্ট পার্টির প্রত্যেক জনপ্রতিনিধির সহযোগী হিসেবে কাজ করবেন।

বার্লিনে ‘গ্লোবাল ডায়ালগ’ নামের আন্তর্জাতিক অনুষ্ঠানে চলতি সপ্তাহে প্রধানমন্ত্রী এদি বলেন, দিয়েলা ‘অন্তঃসত্তা’। তিনি ‘৮৩টি ডিজিটাল সন্তানের’ জন্ম দিতে যাচ্ছেন। তাঁর এ বক্তব্য প্রযুক্তি ও রাজনীতির জগতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। অনেকে এভাবে বিষয়টি উপস্থাপনের সমালোচনাও করেন। তবে এদি কথাটি বলেছেন প্রতীকী অর্থে। কারণ, তিনি যে এআই মন্ত্রী বানিয়েছেন, তাঁরই সহযোগী হিসেবে ওই ৮৩টি ভার্চুয়াল শাখা কাজ করবে।

গত মে মাসের নির্বাচনে বিশাল জয়ের পর সমাজতান্ত্রিক দলের এক সভায় এদি রামা নতুন মন্ত্রিসভা উপস্থাপন করে প্রতিশ্রুতি দেন, এ কৃত্রিম বুদ্ধিমত্তা তাঁর সরকারকে ‘দুর্নীতিমুক্ত’ করবে। তিনি বলেন, দিয়েলা পাবলিক টেন্ডার তদারকি করবেন। দিয়েলা প্রথম মন্ত্রিসভার সদস্য, যিনি শারীরিকভাবে উপস্থিত থাকবেন না। তিনি কাজ করে যাবেন। তিনি আলবেনিয়াকে টেন্ডারে শতভাগ দুর্নীতিমুক্ত বানাবেন।

ভার্চুয়াল অবয়ব
কার্যত দিয়েলা হচ্ছেন কৃত্তিম বুদ্ধিমত্তায় তৈরি ভার্চুয়াল এক অবয়ব, বাস্তবে যার অস্তিত্ব নেই। পিক্সেল আর কোড দিয়ে এটি তৈরি করেছে ই-আলবেনিয়া। উদ্দেশ্য নাগরিক ও ব্যবসায়ীদের তথ্য দিয়ে সহায়তা করা। দিয়েলা শব্দের অর্থ সূর্য। গত সেপ্টেম্বরে তাঁকে আনুষ্ঠানিকভাবে মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। এটি বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্মিত সরকারি মন্ত্রী।
দিয়েলা প্রথমে চালু হয় ২০২৫ সালের জানুয়ারিতে ই-আলবেনিয়া প্ল্যাটফর্মে নাগরিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে নথি সংগ্রহে সহায়তার জন্য। এখন তাঁকে ভার্চুয়াল আকারে মন্ত্রিসভার সদস্য হিসেবে দেখা হয়। ঐতিহ্যবাহী আলবেনীয় পোশাকে, নারী অবয়বে হাজির হন দিয়েলা। এদি জানান, ২০২৬ সালের শেষ নাগাদ পুরো সিস্টেমটি কার্যকর হবে এবং প্রতি সংসদ সদস্যের জন্য নিজস্ব দিয়েলার সন্তান প্রস্তুত থাকবে। সে হিসেবে ‘৮৩ সন্তানের’ মা হচ্ছেন দিয়েলা।

ভক্স নিউজের তথ্য অনুযায়ী, দিয়েলার সন্তানেরা মূলত কৃত্তিম বুদ্ধিমত্তা দিয়েই তৈরি, যারা প্রশাসনিক কাজে আধুনিকতা নিয়ে আসবেন, দ্রুত সিদ্ধান্ত নেবেন। সেইসঙ্গে তারা বৈশ্বিক পর্যায়ে প্রশাসনিক কাজে এআই’র ব্যবহারের ক্ষেত্রে আলবেনিয়াকে নেতৃস্থানীয় জায়গায় নেবেন।

আলবেনিয়ার দুর্নীতি সমস্যা
২৮ লাখ মানুষের বলকান দেশ আলবেনিয়ায় দীর্ঘদিন ধরে দুর্নীতি বড় সমস্যা। এ দুর্নীতির অন্যতম উৎস হয়ে দাঁড়িয়েছে পাবলিক টেন্ডার। বিশেষজ্ঞরা বলছেন, আলবেনিয়া বিশ্বজুড়ে অর্থ পাচারকারী গ্যাংগুলোর একটি কেন্দ্রস্থলে পরিণত হতে যাচ্ছে, যেখানে দুর্নীতি অনেকটা ক্ষমতার করিডোরে।
ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার জন্য আলবেনিয়ায় দুর্নীতির বিরুদ্ধে এ লড়াই। এদি ২০৩০ সালের মধ্যে আলবেনিয়াকে রাজনৈতিক ব্লকে নেতৃত্ব দেওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com