শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৪:২৫ পূর্বাহ্ন

বিশ্বের দীর্ঘতম ট্রেন রুট ১৬ নদী ও ৮৬ টি শহর অতিক্রম করে সম্পূর্ণ করে গন্তব্য

  • আপডেট সময় রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

বর্তমানে অনেকেই ট্রেন পথে যাতায়াত করে থাকেন। রেল ব্যাবস্থা ভারতের যাতায়াতের অন্যতম মাধ্যম। প্রসঙ্গত, ভারতের সবচেয়ে দীর্ঘতম রুটের (India’s Longest Train Route) নাম হলো আসামের ডিব্রুগড় থেকে কন্যাকুমারী (Dibrugarh to Kanyakumari)। এই রুটে বিবেক এক্সপ্রেস চলাচল করে। এই রুটটি সম্পন্ন করতে সময় লাগে ৮০ ঘন্টা ১৫ মিনিট অর্থাৎ ৩ দিনের বেশি। তবে জানেন কি বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ট্রেন রুট (World Longest Train Route) কোনটি? কত সময় লাগে রুটটি সম্পন্ন করতে।

Longest Train

বিশ্বের দীর্ঘতম ট্রেন রুট হলো মস্কো থেকে পিয়ংইয়ং রুট (Moscow to Pyongyang)। এক দু দিনে এই রুটের ট্রেন যাত্রা শেষ হয় না। সময় লাগে এক সপ্তাহ পর্যন্ত। রাশিয়ার মস্কো থেকে উত্তর কোরিয়ার পিয়ংইয়ং পর্যন্ত এই ট্রেন চলাচল করে। যেখানে সময় লাগে ৭ দিন ২০ ঘন্টা ২৫ মিনিট। এই ট্রেন যাত্রা পৃথিবীর দীর্ঘতম ট্রেন যাত্রা হিসাবে গন্য হয়।

মস্কো থেকে পিয়ংইয়ং শহর পর্যন্ত এই ট্রেন রুটটি প্রায় ১০,২১৪ কিলোমিটার। এই রুটে ট্রান্স সাইবেরিয়ান (Trans–Siberian Railway) ট্রেন চলাচল করে। যাত্রা পথে মোট ১৩টি নদী ও ৮৬টি শহরের মধ্যে দিয়ে ট্রেনটি যায়। তবে এই দীর্ঘ রুটের ট্রেনে চেপে যাত্রীরা একটুও বিরক্ত হয় না। কেননা যাত্রা পথে প্রাকৃতিক সৌন্দর্য যাত্রীদের মন ভালো করে দেয়। যাত্রা পথে পরে পাহাড় বন নদ-নদী, শহর ইত্যাদি।

Train

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com