রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন

বিশ্বের এমন ছয় স্থান রয়েছে, যেখান থেকে প্লেন যেতে পারে না

  • আপডেট সময় শনিবার, ২৪ জুন, ২০২৩

প্লেন চড়ে ঘুরতে যাওয়ার শখ আমাদের সবারই থাকে। কেবল এই কারণেই নয় যে পাখির চোখে আমাদের জগৎটাকে দেখা যায় কিংবা অত্যন্ত কম সময়ে গন্তব্যে পৌঁছে যাওয়া যায়। আমাদের প্লেনে চড়ার আরো একটি কারণ নতুন নতুন জায়গা দেখার এবং নতুন অভিজ্ঞতার সম্মুখীন হওয়ার সুযোগ পাওয়া যায়।

এতে যা কিনা ১০০ বছর আগে কল্পনারও অতীত ছিল। এখন আমরা শুধু একটি প্লেনে পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছে যেতে পারি। এটা ঠিক তাত্ত্বিকভাবে আমরা পৃথিবীর যে কোনো স্থানে প্লেনে চেপে ভ্রমণ করতে সক্ষম হলেও বাস্তবটা কিন্তু অন্যরকম। আমরা পৃথিবীর সব জায়গায় পেলেন চড়ে যেতে পারি না। এই পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যেখানে বিভিন্ন কারণে কোনো বিমান উড়তে পারে যে অঞ্চলগুলো নো ফ্লাই জোন নামে পরিচিত। আজ তেমনই কয়েকটি নো ফ্লাই জোন সম্পর্কে জানানো হলো-

তাজমহল

তাজমহল

তাজমহল

বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে আমাদের দেশের তাজমহল আজও মাথা উঁচু করে রয়েছে। ১৯৮৩ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এই স্মৃতিসৌধটি। এক প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, সরকারি ইমারত এবং যাত্রীদের নিরাপত্তার জন্য ২০০৬ সাল থেকে এই এলাকাটিতে ‘নো ফ্লাই জোন’ হিসেবে ঘোষণা করেছে ভারত সরকার।

তিব্বত
তিব্বতকে বিশ্বের সর্বোচ্চ অঞ্চলের মধ্যে গণনা করা হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে এই দেশটির গড় উচ্চতা প্রায় ১৬ হাজার ফুট। উচু পাহাড়ের মতো হওয়ার কারণে এই জায়গাটি বিশ্বের ‘নো ফ্লাই জোন’ এর মধ্যে পড়ে। যদিও অনেক বাণিজ্যিক ফ্লাইট উঁচু পাহাড়ের উপর দিয়ে যাতায়াত করে কিন্তু যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে পাইলটরা তিব্বতের উপর দিয়ে এড়িয়ে যান।

মক্কা

মক্কা

মক্কা

ইসলাম ধর্মের জন্য মক্কার ধর্মীয় এবং ঐতিহাসিক গুরুত্ব অনেক বেশি। এই পবিত্র স্থানের উপর দিয়ে বিমান ওড়ার কোন অনুমতি নেই। যদি কোন বিমান এই জায়গাটির উপর দিয়ে উড়ে চলে তাহলে সেই এয়ারলাইনকে জরিমানা দিতে হতে পারে।

মাচু পিচু
বিশ্বের ঐতিহ্য এবং সাংস্কৃতিক জায়গা হিসেবে মাচুপিচু প্রসিদ্ধ। বিশ্বের অনন্য বন্যপ্রাণী ও গাছপালা এখানে পাওয়া যায়। এক প্রতিবেদনে বলা হয়েছে, মাচু পিচু সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য এর উপর দিয়ে বিমান উড়ে যাওয়া নিষিদ্ধ। কোনও কারনে যদি এখানে বিমান অবতরণ করতে হয় বা দুর্ঘটনা ঘটে তাহলে এখানকার বাস্তুতন্ত্রের ক্ষতি হতে পারে।

ডিজনি পার্ক

ডিজনি পার্ক

ডিজনি পার্ক

শৈশবে টিভিতে ডিজনি ওয়ার্ল্ড দেখে সেখানে যাওয়ার ইচ্ছা হয়তো প্রত্যেকেরই হয়েছিল। বিশ্বের বিভিন্ন দেশের ডিজনি পার্ক রয়েছে। কিন্তু ৯/১১ দুর্ঘটনার পর থেকে ডিজনি পার্কসহ বেশ কিছু আকর্ষণীয় পর্যটন কেন্দ্রের নিরাপত্তা বাড়ানো হয়েছে। ক্যালিফোর্নিয়ার ডিজনি পার্কের মধ্যে দিয়ে কোন বিমান উঠতে দেওয়া হয় না।

লিওনেল মেসির বাড়ি
বিশ্বে এমন অনেক জায়গা রয়েছে যেখানে পাইলটরা প্লেন ওড়াতে পারেনা, তার মধ্যে একটি বিখ্যাত ফুটবলার লিওনেল মেসির বাড়ি। তার বাড়ির উপর দিয়ে চলাচল নিষিদ্ধ। আসলে মেসি বার্সেলোনার যে স্থানে থাকেন সেখানকার পরিবেশের কারণে বিমান চলাচল নিষিদ্ধ।

ডেইলি-বাংলাদেশ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com