বিশ্বসেরা এয়ারলাইন্সের পাশাপাশি বিশ্বের সেরা ‘ইকনোমি ক্লাস’ ও ‘ফার্স্ট ক্লাস সেবা দেওয়ার ২টি ক্যাটাগরিতেও সেরা হয়েছে এমিরেটস।
ট্রাভেলার মিডেল ইস্ট অ্যাওয়ার্ডসে সেরা কেবিন ক্রু ক্যাটাগরিতে ইতিহাদ এয়ারওয়েজ, সেরা প্রিমিয়াম ইকনোমি ক্লাসের এয়ারলাইন্স সিঙ্গাপুর এয়ারলাইন্স, সেরা বিজনেস ক্লাস সেবার জন্য কাতার এয়ারওয়েজ, সেরা ফ্রিকোয়েন্ট ফ্লাইয়ার প্রোগ্রাম ইতিহাদ, মধ্যপ্রাচ্যে চলাচল করা সেরা ইউরোপিয়ান এয়ারলাইন্স হয়েছে লুফথানসা এবং সেরা লো-কস্ট এয়ারলাইন্সের খেতাব পেয়েছে ফ্লাই দুবাই।
এছাড়াও মধ্যপ্রাচ্য এবং বিশ্বের নান্দনিক ও সেরা বিমানবন্দরের দুই ক্যাটাগরিতেই নির্বাচিত হয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। পাশাপাশি মধ্যপ্রাচ্যে ডিউটি ফ্রি শপিংয়ের জন্য সেরা বিমানবন্দরের খেতাবটিও তারাই পেয়েছে।
মধ্যপ্রাচ্যের সেরা লাউঞ্জ নির্বাচিত হয়েছে কাতারের দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাতার এয়াওয়েজের আল-সাফওয়া আন্তর্জাতিক লাউঞ্জ।
মধ্যপ্রাচ্যের সেরা বিজনেস হোটেলের খেতাব পেয়েছে কাতারের ‘মোন্দ্রিয়ান দোহা।’
মধ্যপ্রাচ্যের সেরা চেইন হোটেলের খেতাব ‘রোটানা’ ও বিশ্বসেরা চেইন হোটেল নির্বাচিত হয়েছে ‘হিলটন হোটেলস অ্যাড রিসোর্টস।’
বিজনেস ট্রাভেলার মিডেল ইস্ট নামে সংগঠনটি প্রতিবছরই ৩৩টি ক্যাটাগরিতে বিশ্বসেরা এয়ারলাইন্স, বিমানবন্দর ও হোটেল নির্বাচিত করে।