বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:০২ পূর্বাহ্ন

বিশ্বব্যাপী ৮৫০০ কর্মী ছাঁটাই করবে এরিকসন

  • আপডেট সময় রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩

প্রযুক্তি সংক্রান্ত সরঞ্জাম নির্মাণকারী সংস্থা এরিকসন (Ericsson) গ্লোবাল স্তরে আবার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। শোনা যাচ্ছে, প্রায় ৮৫০০ কর্মী এই পর্যায়ে ছাঁটাই হতে পারে।

সুইডেন ভিত্তিক টেলিকম সরঞ্জাম নির্মাতা সংস্থাটি গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে। মূলত খরচের লাগাম টানতেই বড় সংখ্যক ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে এরিকসন।

২০২২ সালে শেষ দিকে এরিকসনের মোট কর্মী ছিল এক লাখ পাঁচ হাজার। জানুয়ারিতে গত বছরের বার্ষিক আয়ের তথ্য প্রকাশ করে প্রতিষ্ঠানটি হতাশা প্রকাশ করে।

তখন জানানো হয়, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা এবং ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কারণে মুনাফা কমে গেছে। বর্তমান পরিস্থিতিতে মোবাইল অপারেটররা সর্বশেষ ফাইভজি নেটওয়ার্কের জন্য ব্যয় করছে ধীরে ধীরে।

সুইডিশ প্রতিষ্ঠানটি জানায়, চলতি বছরে প্রথমার্ধে বেশির ভাগ ছাঁটাই কার্যকর হবে। বাকিদের ছাঁটাই করা হবে আগামী বছর। এর মধ্যে এক হাজার ৪০০ কর্মী ছাঁটাই হবে সুইডেনে। যা গত সপ্তাহে জানিয়ে দেয়া হয়েছে।

২০২২ সালে এরিকসনের নিট মুনাফা ১৭ শতাংশ কমে হয় ১৮০ কোটি ডলার।

ধারণা করা হচ্ছে, ছাঁটাইয়ের মাধ্যমে গত বছরের শেষের দিকে ঘোষিত ৮৬ কোটি ডলার খরচ সাশ্রয়ের পরিকল্পনা ত্বরান্বিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com