বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন রুটে বিশেষ ভাড়া ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক এয়ারলাইন্স এয়ার অ্যারাবিয়া।
রোববার (৭ জুলাই) বাংলাদেশি যাত্রীদের জন্য এয়ারলাইন্সটি এ ভাড়া ঘোষণা করেছে।
এয়ার অ্যারাবিয়া জানায়, বাংলাদেশি যাত্রীরা নির্দিষ্ট কয়েকটি রুটের রিটার্ন টিকিটে এই ছাড় পাবেন।
ছাড়ে ঢাকা থেকে তুর্কির ইস্তাম্বুলের রিটার্ন ভাড়া ৬৯ হাজার ৭০০ টাকা, কাতারের দোহায় ৭২ হাজার ৪০০ টাকা, আজারবাইজানের বাকুতে ৭৫ হাজার ৭০০ টাকা, লেবাননের বৈরুতে ৭৫ হাজার ৯০০ টাকা, উজবেকিস্তানের তাশকান্তে ৭৫ হাজার ৯০০ টাকা, রাশিয়ার মস্কোতে ৮৪ হাজার ৪০০ টাকা, কেনিয়ার নাইরোবিতে ৮৭ হাজার ১০০ টাকা, মিশরের কায়রোয় ৯৭ হাজার টাকা, গ্রিসের অ্যাথেন্সে ১ লাখ ৬ হাজার ৯০০ টাকা এবং বসনিয়ার সারাজেভোয় ১ লাখ ৮ হাজার ৪০০ টাকা।
এছাড়া ইরানসহ মধ্যপ্রাচ্যের অনেক রুটে এই ভাড়া প্রযোজ্য হবে বলে জানায় তারা।
বিশেষ ভাড়ার শর্ত হিসেবে এয়ার অ্যারাবিয়া জানায়, সুলভে টিকিট পেতে হলে যাত্রীকে ২০২৪ সালের ৩১ আগস্টের মধ্যে টিকিট কাটতে হবে। ভ্রমণও করতে হবে ৩১ আগস্টের আগে।