বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আওয়ামী পলাতকদের পাচার করা শত কোটি টাকার খোঁজে ভারতে ইডির ১৭ স্থানে অভিযান দুবাইতে প্রথম আকাশযান ভের্টিপোর্ট শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল ১৫ বছর পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপানের ৬ প্রতিষ্ঠান দক্ষিণ কোরিয়ায় ১০ লাখ শ্রমিক প্রয়োজন লিথুয়ানিয়ায় উচ্চশিক্ষা: ৩৫০টির বেশি প্রোগ্রামে পড়াশোনা, স্কলারশিপের সুবিধা ফিটস এয়ারে বড় ছাড়, ২৮ হাজারে শ্রীলঙ্কার রিটার্ন ফ্লাইট সাধ্যের মধ্যে আন্দামান : যে কথা বলে না কেউ ক্রোয়েশিয়ায় কাজ করার জন্য ভ্রমণ বা স্থায়ী বসবাসের সুযোগ অনেকের কাছে আকর্ষণীয় আইইএলটিএস ছাড়াই স্কলারশিপে মাস্টার্স-পিএইচডি চীনের বিশ্ববিদ্যালয়ে শাওনকে কিভাবে প্রেম নিবেদন করেছিলেন হুমায়ূন

বিমান নেবে শিক্ষানবিশ কর্মী

  • আপডেট সময় সোমবার, ১৫ জুলাই, ২০২৪

বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের উৎপাদন শাখায় (বিএফসিসি) কিচেন ও বেকারি ইউনিটে ছয় মাসের জন্য শিক্ষানবিশ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন ফরম সংগ্রহ করে বিএফসিসির অফিসে জমা দিতে পারবেন। আবেদন চলছে। আবেদনের শেষ সময় আগামীকাল সোমবার (১৫ জুলাই)।

আবেদনের যোগ্যতা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনের জন্য প্রার্থীদের ন্যাশনাল হোটেল ট্যুরিজম অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট (এনএইচটিটিআই), সিটি অ্যান্ড গিল্ডস, ইউকে অথবা সরকারি যেকোনো প্রতিষ্ঠান থেকে ট্রেড কোর্স সার্টিফিকেট ইন কুকিং বা ফুড প্রিপারেশন সম্পন্নকারী হতে হবে। যেকোনো পাঁচ তারকা হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সার্টিফিকেটের ফটোকপি (সত্যায়িত) অবশ্যই আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

  • আবেদনের জন্য কমপক্ষে এসএসসি পাস হতে হবে। ১৫ জুলাই তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর। শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। চূড়ান্তভাবে নির্বাচিত ইন্টার্নকে বিএফসিসিতে যোগদানের সময় পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট বাধ্যতামূলকভাবে সঙ্গে আনতে হবে। প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে কাজে যোগদানের আগে বিমান মেডিকেল থেকে শারীরিক ফিটনেস সংগ্রহ করতে হবে।
  • আবেদনকারীকে আবেদনপত্রসহ নির্ধারিত ফরম পূরণ করে বিএফসিসিতে জমা দিতে হবে। আবেদনের সঙ্গে তিন কপি পাসপোর্ট সাইজ ও তিন কপি স্ট্যাম্প সাইজ ছবি জমা দিতে হবে।
  • শিক্ষাগত যোগ্যতার সনদ ও ট্রান্সক্রিপ্টের ফটোকপি, সংশ্লিষ্ট ট্রেড কোর্সের সনদ, মার্কশিট ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রশংসাপত্র, নিজ জেলার সমর্থনে ইউনিয়ন পরিষদ/পৌরসভার মেয়র/সিটি করপোরেশন/ওয়ার্ড কমিশনারের সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্মসনদের সত্যায়িত ফটোকপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। দাখিল করা কাগজপত্র ও ছবি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। যাঁরা এর আগে দুবার উৎপাদন শাখায় ইন্টার্ন হিসেবে কাজ করেছেন, তাঁদের আবেদন করার প্রয়োজন নেই।

যেভাবে আবেদন—

বিএফসিসির ওয়েবসাইট ও বিমানের ওয়েবসাইট এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র জমা দিতে হবে। ব্যবস্থাপক প্রশাসন, বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুর্মিটোলা, ঢাকা বরাবর নির্ধারিত বাক্সে আবেদনপত্র জমা দিতে হবে।

ভাতা ও ডিউটি

প্রত্যেক নির্বাচিত শিক্ষানবিশ কর্মীকে দৈনিক হাজিরা সাপেক্ষে ৬০০ টাকা হারে সম্মানী দেওয়া হবে। রোস্টার অনুযায়ী দৈনিক আট ঘণ্টা ডিউটি করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com