1. [email protected] : চলো যাই : cholojaai.net
বিমানে সব কিছুর জন্য দিতে হবে বাড়তি টাকা
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সস্তা ফ্লাইট বুকিংয়ের গোপন কৌশল: টাকা বাঁচিয়ে উড়ুন বিশ্বজুড়ে পরিবার নিয়ে নিরাপদ ট্রিপ: ১০টি প্রমাণিত কৌশল ও গন্তব্য নির্দেশিকা সৌদি আরবে ভিসা ব্যবস্থায় নতুন নিয়ম বিমান ভ্রমণের আগে যেসব বিষয়ে সতর্ক থাকবেন পর্যটনের দেশ মালদ্বীপের চেয়ে কোথায় পিছিয়ে বাংলাদেশ ২০২৪ সালে দেশের বাইরে ঘুরতে গেছেন বিশ্বের ১৪০ কোটি মানুষ ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় জাপানে ভিড় জমাচ্ছেন রুশ পর্যটকরা ৮০ হাজার আপত্তিকর ছবি, ১০২ কোটি টাকা ব্ল্যাকমেইল: থাই নারীর কেলেঙ্কারি অনিয়মিত ৫০ হাজার অভিবাসী শিশুর ভবিষ্যৎ অনিশ্চিত কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণ

বিমানে সব কিছুর জন্য দিতে হবে বাড়তি টাকা

  • আপডেট সময় শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

সবেমাত্র আকাশে উড়াল দিয়েছে বিমান। যাত্রীরাও নিজেদের গুছিয়ে নিয়েছেন। এরইমধ্যে বিমানের ভেতরে ঘোষণা শুনে চমকে উঠলেন যাত্রীরা।

বিমানে কোনও রকম সুবিধা পেতে চাইলেই তার জন্য অতিরিক্ত অর্থ দিতে হবে। এমনটাই ঘোষণা করে জানালেন বিমানসেবিকা। টিকটক মাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি কবেকার, সেটাও জানা যায়নি।

সংবাদ সংস্থা সূত্রে খবর, স্পিরিট এয়ারলাইন্সের বিমানটি টেক্সাস থেকে ক্যালিফোর্নিয়ার উদ্দেশে যাত্রা করছিল। বিমান ছাড়ার কিছুক্ষণ পর মুখের সামনে মাইক নিয়ে এক বিমানসেবিকা সকল যাত্রীকে মনোনিবেশ করার জন্য অনুরোধ করেন।

তার পর বলেন, আপনাদের ফোন প্লাগ করার জন্য এই বিমানের ভিতর কোনো সকেটের ব্যবস্থা নেই। যদি সেই সুবিধা চান তা হলে অতিরিক্ত টাকা দিতে হবে। এমনকি গায়ে ঢাকা দেওয়ার জন্য কম্বল দেওয়ার পরিষেবা পাবেন না। তার জন্য সংস্থার তরফে অতিরিক্ত টাকা আদায় করা হবে। যাত্রীরা তাদের আসন পিছিয়ে বসতে পারবেন না বলেও জানালেন বিমানসেবিকা।

যাত্রার সময় নাকি যাত্রীদের ইয়ার প্লাগও দেওয়া হয় না। সব কিছুর জন্যই স্পিরিট এয়ারলাইন্সের তরফে অতিরিক্ত টাকা আদায় করা হয়। বিমানসেবিকার এমন ঘোষণা শুনে যাত্রীদের মধ্যে হাসির রোল ওঠে। তার মাঝেই বিমানসেবিকা জানান যে, বিমানের মধ্যে বিনামূল্যে যাত্রীদের কেবল বরফ দেওয়া হয়। হাসিঠাট্টা করার পর অবশ্য যাত্রীদের উদ্দেশে উড়ান উপভোগ করতে বলেন বিমানসেবিকা।

সব কিছুর জন্যই স্পিরিট এয়ারলাইন্সের পক্ষ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হয়। বিমানসেবিকার এমন ঘোষণা শুনে যাত্রীদের মধ্যে হাসির রোল ওঠে। তার মাঝেই বিমানসেবিকা জানান যে, বিমানের মধ্যে বিনামূল্যে যাত্রীদের কেবল বরফ দেওয়া হয়। হাসিঠাট্টা করার পর অবশ্য যাত্রীদের উদ্দেশে উড়ান উপভোগ করতে বলেন বিমানসেবিকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com