সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৩:১৯ অপরাহ্ন

বিমানের সংখ্যা বাড়তে চলেছে ঢাকার বিমানবন্দরে, আগ্রহী একাধিক বিদেশি সংস্থা

  • আপডেট সময় সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

এমনিতেই ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে এখন প্রতিদিন প্রায় ৩৫০টি বিমান চলাচল করছে। এর মধ্যে আন্তর্জাতিক বিমান প্রায় ১৬০টি। এবার ঢাকার বিমানবন্দর থেকে আরও বেশি আন্তর্জাতিক বিমান চলাচল করবে। যাত্রী বেশি থাকার কারণে আরও অনেক বিদেশি সংস্থা ঢাকা থেকে বিমান চালাতে আগ্রহ প্রকাশ করেছে।

বাংলাদেশের বিমান পরিবহন দফতর জানিয়েছে, অন্তত ৮টি বিদেশি এয়ারলাইনস বাংলাদেশ থেকে বিমান চালাতে চাইছে। গত বছর অক্টোবর মাসেই ঢাকা বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল করার কাজের পরিকল্পনা করা হয়। তারপরেই সেখান থেকে বিমান চালানো নিয়ে আগ্রহ দেখিয়েছে একাধিক দেশ।

এখন ঢাকা থেকে আন্তর্জাতিক রুটে বিমান চালায় ৩৩টি সংস্থা। এবার সেই সংখ্যা বৃদ্ধি পেতে ৪০ হতে পারে। বাংলাদেশের বিমানমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এখন প্রতিদিন প্রায় ৩০ হাজার ব্যক্তি ঢাকা বিমানবন্দর ব্যবহার করেন। সেখানে যাত্রীর চাপ আরও বাড়তে চলেছে।

আবার, অনেকেই এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাঁদের মতে, বাংলাদেশে ডলার সংকট চলছে। আরও বেশি বিমান চালানো হবে দেশের টাকা বাইরে চলে যাবে। এর ফলে ডলার সংকট আরও বাড়বে।

তাঁদের মতে, বিদেশি সংস্থাকে অনুমতি দেওয়ার আগে বাংলাদেশের এয়ারলাইনসগুলির পরিবহন এবং রুট বৃদ্ধি করা উচিত। ইতিমধ্যেই Egypt Air এবং Ethiopian Airlines কে বাংলাদেশ বিমান চালানোর অনুমতি দিয়েছে Civil Aviation Authority of Bangladesh (CAAB)। এই সঙ্গেই কমদামের, আবুধাবির সংস্থা Wizz Air কে অনুমোদন দেওয়ার প্রক্রিয়া চলছে।

CAAB চেয়ারম্যান মাদিফুর রহমান জানিয়েছেন। ঢাকার বদলে চট্টগ্রাম থেকে বিমান চালানোর জন্য বলা হচ্ছে উইজ এয়ারকে। গত ১৪ তারিখ থেকে ঢাকা-কাইরো রুটে বিমান চালাতে শুরু করেছে ইজিপ্ট এয়ার।

এর ফলে আফ্রিকার সঙ্গে যোগাযোগ আরও বাড়বে। এই সঙ্গেই পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস, ইরাকি এয়ারওয়েজ, Royal Jordanian, Air France, British Airways, Garuda Indonesia-ও আগ্রহ দেখিয়েছে। তাদের সঙ্গে এখন কথাবার্তা চলছে। জুন থেকেই আগরতলা-চট্টগ্রাম রুটে বিমান শুরু করতে পারে স্পাইসজেট।

CAAB-র চেয়ারম্যান জানিয়েছেন, নিউ ইয়র্কের বিমান চালানো শুরু হলেই আরও অনেকেই বাংলাদেশ থেকে বিমান চালাতে আগ্রহ দেখাবে। তবে, বাংলদেশের বিমান সংস্থাগুলির দাবি, তারাও আন্তর্জাতিকস্তরের পরিষেবা দিতে পারলে বিদেশি বিমানসংস্থাগুলি কোন প্রভাব ফেলতে পারবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com