প্লেনের মধ্যে উড়ে বেড়াচ্ছে মশা। অভিযোগ জানানোর পরও সুরাহা মিলছে না। যে কারণে ক্ষোভ প্রকাশ করেছেন এক তরুণী। সম্প্রতি এমনই একটি পোস্ট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
রণে বনে জঙ্গলে যেখানেই যাওয়া হোক, মশা যেন পিছু ছাড়ছে না। সম্প্রতি বিমানে চড়েও মশার হাত থেকে রেহাই পেলেন না এক যাত্রী। পেশায় সাংবাদিক ওই তরুণী যাত্রী সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিজের সেই অভিজ্ঞতা জানিয়েছেন।
লখনউ থেকে দিল্লির যাওয়ার জন্য ইন্ডিগোর ফ্লাইটে চড়ে বসেছিলেন মনীশা। কিছুক্ষণ পর থেকেই মশার উৎপাতে রীতিমতো অতিষ্ঠ হয়ে পড়েন।
বিমানসেবিকাদের সেই কথা জানাতে আজব উত্তর আসে। তাকে বলা হয়, ‘দরজা খোলা ছিল। তাই মশা ঢুকে পড়েছে। এখন কিছু করার নেই।’
মণীশা তার পোস্টে লেখেন, ফ্লাইটের জন্য চার হাজার টাকা ভাড়া নেওয়া হয় যা যথেষ্ট বেশি। অথবা যাত্রী পরিষেবার দিকে বিন্দুমাত্র নজর নেই ইন্ডিগোর।