শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:৫৮ অপরাহ্ন
Uncategorized

বিমানসংস্থাগুলো প্রতি মাসে শত কোটি টাকা আয় থেকে বঞ্চিত

  • আপডেট সময় বুধবার, ৪ আগস্ট, ২০২১

মহামারী শুরুর পর থেকেই দেশী-বিদেশী এয়ারলাইন্সগুলো লোকসান গুনতে শুরু করেছে।দিন দিন প্রতিটা এয়ারলাইন্সের ফ্লাইট সংখ্যা কমতে থাকায় আর্থিক সঙ্কটও তাদের প্রকট হতে শুরু করেছে।তারপরও প্রতিষ্ঠান বাঁচানোর লক্ষ্যে এখনো দেশী কোন এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের কর্মী ছাঁটাই করেনি।

এয়ারলাইন্স ও এভিয়েশন সংশ্লিষ্টরা বলছেন, করোনার ভেতরে পরিস্থিতি যাই হোক, এখন পর্যন্ত এটুকু বলা যেতে পারে, ‘একটি এয়ারলাইন্স প্রতিষ্ঠান প্রতি মাসে কমপক্ষে শত কোটি টাকার আয় থেকে বঞ্চিত হচ্ছে।

তাহলে কর্মচারীদের কিভাবে বেতন দেয়া হবে?তারপরও তারা টিকে থাকার প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ সব রুট এবং আন্তর্জাতিক রুটগুলোতে যদি নিয়মিত ফ্লাইট চালানোর সুযোগ দেয়া হতো তাহলে বিমান সেক্টর ঘুরে দাঁড়াতে পারত বলে তারা মনে করছেন।
সেই সুযোগটাই তারা সরকারের সংশ্লিষ্টদের কাছ থেকে আশা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com