শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০২:৪৫ পূর্বাহ্ন

বিনিয়োগ আকর্ষণে প্রস্তুত সৌদির ৬৬ দ্বীপ

  • আপডেট সময় শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

পর্যটন খাতের আয় বাড়াতে চায় সৌদি সরকার। এ জন্য বিনিয়োগ আকর্ষণে দেশটির ৬৬টি দ্বীপ প্রস্তুত করা হয়েছে। সৌদি কমিশন ফর ট্যুরিজম অ্যান্ড ন্যাশনাল হেরিটেজ (এসসিটিএনএইচ) এ ঘোষণা দিয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সৌদি আরবের বন্দরনগরী জাজানে এসসিটিএনএইচের প্রধান রুস্তম আল-কুবাইসি বলেন, তিনটি বড় দ্বীপ—ফারাসান, সজিদ ও মুহাররাকে আবাসনের খুব ভালো ব্যবস্থা করা না গেলেও ঘাট, ছাতা ও আশ্রয় নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত বছর মাছ ধরার উৎসব ও শীতকালে গড়ে ২০ লাখ সৌদি রিয়াল বা চার কোটি ২০ লাখ টাকা আয় করেছে সৌদি সরকার। এসব উপলক্ষ কেন্দ্র করে হাজার হাজার বিদেশি দেশটিতে উপস্থিত হয়।

দেশটির বন্দরনগরী জাজান থেকে ৫০ কিলোমিটার দূরে ফারাসান দ্বীপের অবস্থান। এটি একটি বড় দ্বীপ। এ ধরনের অনেক দ্বীপ আরব উপকূল রয়েছে। এসব দ্বীপের সৌন্দর্য উপভোগ করতেই বিদেশিরা ভিড় করে।

প্রতিবেদনে বলা হয়, জাজান থেকে ফারাসানে যেতে কোনো পরিবহন খরচ লাগে না। এ জন্য দুটি জাহাজ সেবা দিয়ে থাকে। স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় জাজান থেকে রওনা হলে বিকেল সাড়ে ৩টায় ফারাসানে পৌঁছানো যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com