বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন

বিনা মূল্যে পিএইচডি করুন নিউজিল্যান্ডে

  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

নিউজিল্যান্ডের ওয়েলিংটনের ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে তিন বছর মেয়াদি পিএইচডি ডিগ্রির সুযোগ দিচ্ছে। ‘ওয়েলিংটন ডক্টরাল স্কলারশিপ’ প্রোগ্রামের আওতায় নির্বাচিত ১১০ শিক্ষার্থীকে এই আর্থিক সহায়তা প্রদান করা হবে। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থী এতে আবেদন করতে পারবেন।  

এই স্কলারশিপে আবেদন করার সুযোগ বছরে তিনবার—১ মার্চ, ১ জুলাই এবং ১ নভেম্বর পর্যন্ত। ১৮৯৭ সালে প্রতিষ্ঠিত ওয়েলিংটন ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় নিউজিল্যান্ডের অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে আর্কিটেকচারসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে।

যেসব বিষয়ে অধ্যয়ন ও গবেষণা

স্থাপত্য, ব্যবসা ও সরকার, নকশা, শিক্ষা, প্রকৌশল, স্বাস্থ্য, মানবিক ও সামাজিক বিজ্ঞান, আইন, সংগীত, প্রযুক্তি ও বিজ্ঞান।

সুযোগ সুবিধা

*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে;

*বার্ষিক উপবৃত্তি হিসেবে প্রায় ৩০ হাজার ৫০০ নিউজিল্যান্ড ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ২১ লাখ ২৩ হাজার ১৬৮ টাকা) প্রদান করবে;

আবেদনের যোগ্যতা

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*আবেদনকারীদের অবশ্যই চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*ওয়েলিংটন ডক্টরাল স্কলারশিপে আবেদনের জন্য আবেদনকারীর অবশ্যই সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩ বা প্রথম বা উচ্চ-শ্রেণির সম্মানের জিপিএ অর্জন করতে হবে;

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com