শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৩:৪১ অপরাহ্ন

বিনামূল্যে স্নাতকোত্তর করুন ফ্রান্সে

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

সম্পূর্ণ বিনামূল্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে ফ্রান্সের সায়েন্সেস পো (দ্য প্যারিস ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজ) ইউনিভার্সিটি। বাংলাদেশসহ নন-ইউরোপীয়ান শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩ ডিসেম্বর ২০২৩ ।

প্যারিস ইনস্টিটিউট অব পলিটিকাল স্টাডিজকেই সবাই চেনে সায়েন্সেস পো ইউনিভার্সিটি নামে। এখানে মোট ১৪ হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন, যার প্রায় অর্ধেকই আন্তর্জাতিক শিক্ষার্থী। ফ্রান্সের রাষ্ট্রবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানী এমিলি বাউটমির নামে এ স্কলারশিপের নামকরণ করা হয়। প্যারিসের অধিবাসী এমিলি বাউটমি আইন নিয়ে পড়াশোনা করেন।

সুবিধাসমূহ—
• বৃত্তিটির আওতায় মেধার ভিত্তিতে কিছু শিক্ষার্থীদের টিউশন ফি বাবদ বছরে ১৩ হাজার ১০০ ইউরো (বাংলাদেশী টাকায়
প্রায় ১৫লক্ষ ২৪ হাজার টাকা) প্রদান করবে।
• আবাসনব্যবস্থা  ও খেলাধুলার সুযোগ পাবেন।
• স্বাস্থ্যবীমা প্রদান করবে।
• সায়েন্স ফো বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ফরাসি ভাষা শেখার প্রয়োজনীয়তা নেই।

আবেদনের যোগ্যতা—
• নন-ইরোপীয়ান নাগরিক হতে হবে।
• ইউরোপীয়ান নাগরিকত্বসহ দ্বৈত নাগরিকত্ব থাকলেও আবেদন করা যাবে না।
• শিক্ষার্থীদের অবশ্যই প্রথমবার আবেদনকারী হতে হবে।
• স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হতে হবে।
• স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
• সুইজারল্যান্ড ও নরওয়েজিয়ার নাগরিকের আবেদনের প্রয়োজন নেই।

প্রয়োজনীয় নথি—
• জীবনবৃত্তান্ত।
• একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সনদপত্র।
• পাসপোর্টের কপি।
• একাডেমিক রেফারেন্স (১টি)।
• আয়ের প্রমাণপত্র। (যা পরিবারিক অবস্থান ব্যাখ্যা করবে)।

আবেদন প্রক্রিয়া—
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com