1. [email protected] : চলো যাই : cholojaai.net
বিনামূল্যে ঘুরে দেখা যাবে আবুধাবির ল্যুভর মিউজিয়াম
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন

বিনামূল্যে ঘুরে দেখা যাবে আবুধাবির ল্যুভর মিউজিয়াম

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

আবুধাবির ল্যুভর মিউজিয়াম বিনামূল্যে ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা। ১৮ মে আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে দর্শনার্থীদের এমন সুযোগ দিচ্ছে  কর্তৃপক্ষ। ওইদিন ছবিযুক্ত পরিচয়পত্র দেখালেই ফ্রিতে জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবেন দর্শনার্থীরা। 

আইকনিক গম্বুজ আকৃতির ছাদযুক্ত ল্যুভর মিউজিয়াম রাজধানী আবুধাবির সাদিয়াত দ্বীপে অবস্থিত। জাদুঘরের গ্যালারি ও চলমান প্রদর্শনীগুলো ওইদিন সকাল থেকে রাত পর্যন্ত উন্মুক্ত থাকবে। তবে গম্বুজ ছাদের স্থাপনা ও জাদুঘরের অভ্যন্তরীণ রেস্তোরাঁগুলো মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে।

বিশ্ব সম্প্রদায়ের মাঝে পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্য বৃদ্ধিতে সেতুবন্ধনের কাজ করে জাদুঘর। এ অবদানকে স্বীকৃতি দিতে প্রতি বছর বিশ্বজুড়ে আন্তর্জাতিক জাদুঘর দিবস পালিত হয়। দিবসটি উদযাপনে দর্শনার্থীদের বিনামূল্যে নিজেদের সংগ্রহ ঘুরে দেখার সুযোগ দিচ্ছে ল্যুভর কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com