1. [email protected] : চলো যাই : cholojaai.net
বিদেশ ভ্রমণে অ্যারাইভাল কার্ড ও কাস্টমস ডিক্লারেশন ফরম
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন

বিদেশ ভ্রমণে অ্যারাইভাল কার্ড ও কাস্টমস ডিক্লারেশন ফরম

  • আপডেট সময় শুক্রবার, ২৩ মে, ২০২৫

বিদেশে ভ্রমণ করতে গিয়ে প্রাথমিক ধাপে, অর্থাৎ ইমিগ্রেশন ও কাস্টমস প্রক্রিয়ায় অনেককে ছোটখাটো ভুলের কারণে বিভিন্ন ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। এগুলোর মধ্যে সাধারণ বিষয় হলো অ্যারাইভাল কার্ড ও কাস্টমস ডিক্লারেশন ফরম। এই দুটি ফরম কখন, কোথায়, কীভাবে পূরণ করতে হয়, তা সঠিকভাবে না জানার কারণে অনেক সময় যাত্রীদের ইমিগ্রেশন কাউন্টার থেকে ফিরিয়ে দেওয়া হয়; কিংবা দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ক্লান্ত হতে হয়।

অ্যারাইভাল কার্ড

এটি কোনো দেশে প্রবেশ করার সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে জমা দিতে হয়। এটি হলো একটি পরিচয় এবং ভ্রমণ তথ্যসংক্রান্ত ফরম। সাধারণত এতে থাকে ভ্রমণকারীর পুরো নাম, পাসপোর্ট নম্বর, ফ্লাইট নম্বর, আগমনের তারিখ, থাকার ঠিকানা, ভ্রমণের উদ্দেশ্য। অনেক দেশ এখন এই ফরম অনলাইনে পূরণ করতে বলে, আবার কিছু দেশ বিমানেই ফরম সরবরাহ করে।

কাস্টমস ডিক্লারেশন ফরম

কোনো দেশে প্রবেশ করার সময় সঙ্গে থাকা মালপত্র; যেমন অর্থ, খাবার, ইলেকট্রনিক পণ্য, ওষুধ কিংবা যেকোনো নিষিদ্ধ অথবা নির্দিষ্ট সীমার অতিরিক্ত দ্রব্য তালিকাভুক্ত করার জন্য প্রয়োজন হয় কাস্টমস ডিক্লারেশন ফরম। এই ফরম ব্যবহার করে নির্দিষ্ট দেশটিকে জানানো হয়,

  • আপনি কোন কোন জিনিস সঙ্গে এনেছেন
  • সেগুলোর পরিমাণ
  • সেগুলোর শুল্ক যোগ্যতা রয়েছে কি না

কোনো ভুল তথ্য দিলে বা গোপন করলে কাস্টমস কর্তৃপক্ষ আপনাকে জরিমানা কিংবা জিজ্ঞাসাবাদ করতে পারে।

ভ্রমণ প্রস্তুতির আগে

  • ভ্রমণের আগে চেক করুন: আপনি যে দেশে যাচ্ছেন, সেখানে অনলাইনে অ্যারাইভাল কার্ড বা কাস্টমস ফরম পূরণ করতে হয় কি না।
  • ফরম সাবমিটের পর স্ক্রিনশট নিন: অনেক দেশে আপনি কিউআর কোড পাবেন। এটা ইমিগ্রেশনে দেখাতে হয়।
  • সততা বজায় রাখুন: কাস্টমস ফরমে ভুল বা মিথ্যা তথ্য দিলে বড় ধরনের সমস্যায় পড়তে পারেন।
  • চোখে না পড়লে জিজ্ঞাসা করুন: বিমানবন্দরে কোথায় ফরম পাওয়া যাবে বা পূরণ করতে হবে, তা জানতে গ্রাউন্ড স্টাফ বা অফিসারদের জিজ্ঞাসা করুন।

বিদেশ ভ্রমণ শুধু টিকিট, পাসপোর্ট আর ব্যাগ গুছিয়ে নেওয়াতেই সীমাবদ্ধ নয়। এ ছাড়া আপনাকে জানতে হবে কোন দেশে অ্যারাইভাল কার্ড বা কাস্টমস ডিক্লারেশন ফরম কীভাবে পূরণ করতে হয়।

বিভিন্ন দেশে এয়ারপোর্ট প্রক্রিয়া ভিন্ন হতে পারে। তাই শেষ মুহূর্তের বিড়ম্বনা এড়াতে ভ্রমণের আগেই এগুলো সম্পর্কে জেনে নিন এবং প্রয়োজনীয় লিংক বুকমার্ক করে রাখুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com