1. [email protected] : চলো যাই : cholojaai.net
বিদেশে শিক্ষার সেরা পছন্দ এখন ইংল্যান্ড
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন
Uncategorized

বিদেশে শিক্ষার সেরা পছন্দ এখন ইংল্যান্ড

  • আপডেট সময় সোমবার, ১৭ মে, ২০২১
Diverse students walking together in campus, having break after classes

শুধু শিক্ষার সুবিধা নয়, সঙ্গে কেরিয়ার গড়ারও সুযোগও। ভিসা আইনে পরিবর্তনের মাধ্য়মে পড়ুয়াদের শিক্ষার পাশাপাশি ব্রিটেনেই কেরিয়ার গড়ার সুযোগ দিচ্ছে UK সরকার। নয়া ভিসা আইনে শিক্ষার মেয়াদ সম্পূর্ণ করার পরও অতিরিক্ত দু’বছর ব্রিটিনে থাকার সুযোগ পাবেন পড়ুয়ারা। ‘স্নাতক’ (Graduate)-দের জন্য অভিবাসন নীতিতে ব্রিটেনে পড়ার সুযোগ পাবেন ভারত-সহ সব দেশের পড়ুয়ারা। তবে এর জন্য তাঁদের কাছে যথাযথ অভিবাসন নথি থাকতে হবে বলে জানানো হয়েছে।

নয়া ভিসা আইনে পড়াশোনা শেষ করার পরও আন্তর্জাতিক কেরিয়ার গঠনের জন্য আরও দু’বছর ব্রিটেনে থাকার সুযোগ পাবেন পড়ুয়ারা।

ইয়র্ক ও নর্থ ইয়র্কশায়ার

ব্রিটেনের বৃহত্তম কাউন্টি (প্রদেশ) হল নর্থ ইয়র্কশায়ার। পাশাপাশি দেশের সবচেয়ে সুন্দর জায়গাগুলির মধ্যেও অন্যতম। ইয়র্কশায়ার উপত্যকা ও উপকূল-সহ বিবিধ সৌন্দর্য্যে ভরপুর এই কাউন্টি থাকার জন্য আদর্শ।

ইয়র্ক একটি ছোট শহর। যার মোট জনসংখ্যা সর্বোচ্চ ২ লাখ হবে। তবে বরাবরই ব্রিটেনের সবচেয়ে বাসযোগ্য শহরের ভোট পেয়েছে (The Sunday Times) এই ইয়র্ক। সৌন্দর্য্যের সঙ্গে ঐতিহাসিক ছোঁয়ার এই শহর বিদেশের পড়ুয়াদের জন্য আদর্শ। বছরে ৬০ লাখের কাছাকাছি পর্যটক বেড়াতে আসেন এখানে।

বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়াদের মধ্যে ভারতীয়র সংখ্যা এত বেশি, যে উপমহাদেশের পড়ুয়াদের বরাবরে পছন্দ সেন্ট জন ইউনিভার্সিটি। এছাড়াও একাধিক ভারতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গাঁটছড়া রয়েছে এই ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের। শতাধিক দেশের পড়ুয়াদের উপস্থিতিতে সেন্ট জন ইউনিভার্সিটি নিঃসন্দেহেই আন্তর্জাতিক। ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলির র‌্যাঙ্কিংয়ে প্রথম ৩০-এ রয়েছে সেন্ট জন। ছাত্র ও শিক্ষার মানের বিচারে দ্রুত উপরে উঠে আসছে সেন্ট জন ইউনিভার্সিটি।

ব্যক্তিগত অভিজ্ঞতা

ইয়র্কের ক্যাম্পাসে ৭ হাজার পড়ুয়া ছিলেনই, সদ্য চালু হওয়া লন্ডন ক্যাম্পাসেও দ্রুত ভর্তি হচ্ছে। এখানে পড়ুয়ারা বিভিন্ন কোর্স বেছে নেওয়ার পাশাপাশি উপযুক্ত শেখার সুযোগ এবং তত্ত্ব-জ্ঞান অর্জন করবেন। এছাড়াও পড়ুয়াদের জন্য রয়েছে ছোট মেয়াদের কোর্স এবং ব্যক্তিগত শিক্ষক নিয়োগের সুবিধা। সেন্ট জনের অধ্যাপকরা পড়ুয়াদের শুধু পড়ান না, তাঁদের শিক্ষার মান বৃদ্ধিতে পড়ুয়া সম্পর্কে জানার ব্যক্তিগত উদ্যোগও নেন।

লঞ্চপ্যাড  কেরিয়ার সেন্টারের মাধ্যমে সাক্ষাৎকারের প্রস্তুতি এবং রেজিউমে তৈরি সম্পর্কেও প্রশিক্ষণ দেওয়া হয়। সাহায্য করা হয় কেরিয়ার প্ল্যান প্রস্তুতিতেও। সেন্ট জনের গ্রেড টু ডিরেক্ট প্রোগ্র্যাম সব আন্তর্জাতিক পড়ুয়াদের জন্যই প্রযোজ্য। এছাড়াও পরবর্তীতে যে কোনও দেশেই নিজস্ব ব্যবসা স্থাপনে পড়ুয়াদের সাহায্য করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com