বিদেশে মধুচন্দ্রিমা করবেন?
Honeymoon Destinations এক জন নতুন মানুষের সঙ্গে জীবনের নতুন অধ্যায়ের অন্য এক অনুভূতি। আর তারই প্রস্তুতি পর্ব হল মধুচন্দ্রিমা।
হানিমুনের জন্য কোথায় যাওয়া যায়?
বিয়ে যখন হচ্ছে তখন হানিমুন তো হবেই। আর এই হানিমুন করতে অনেকেই আজকাল বিদেশে যেতে চাইছেন। কিন্তু হানিমুনের জন্য কোথায় যাওয়া যায় তা নিয়ে অনেক আলাপ আলোচনার পরও সঠিক সিদ্ধান্তে আসতে পারেন না নবদম্পতিরা।
আদর্শ পর্যটনক্ষেত্র ইন্দোনেশিয়ার বালি
গরমে ভারতীয় কাপলদের আদর্শ পর্যটনক্ষেত্র ইন্দোনেশিয়ার বালি। এখানকার আনাচ কানাচে যেন রয়েছে মধুচন্দ্রিমার হাতছানি। অনেকেই মজা করে বলেন যে বালির পর্যটন সাজানোই হয়েছে হানিমুন কাপলদের কথা ভেবে।
উলুওয়াতু বেশ জনপ্রিয়
শুধু হানিমুনই নয় ডেস্টিনেশন ওয়েডিং-এর স্থান হিসেবেও এই উলুওয়াতু বেশ জনপ্রিয়। এখানে গেলে অবশ্যই এখানকার বিখ্যাত মন্দির দর্শন করবেন। এখানকার বিখ্যাত পাডাং পাডাং বিচে শনিবার করে নাইট পার্টির আয়োজন করা হয়।
ফিজি গরমে হানিমুন যাওয়ার জন্য আদর্শ
ওশিয়ানিয়া মহাদেশের ছোট্টো দ্বীপরাষ্ট্র ফিজি গরমে হানিমুন যাওয়ার জন্য আদর্শ জায়গা। এখানে মে মাস থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত ঠান্ডা থাকে। মানে ভারত যখন গরমে কুপোকাত ফিজি তখনে ঠান্ডায় ফ্রিজ।