সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন

বিদেশে ব্যর্থ, কৃষিতে সফল ছিদ্দিকের উজ্জ্বল প্রত্যাবর্তন

  • আপডেট সময় সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
কুমিল্লার দেবিদ্বারে প্রবাস জীবনে ব্যর্থ হয়ে কৃষিকাজে সাফল্য পেয়েছেন ছিদ্দিকুর রহমান। ২০০ শতক জমিতে করলা, টমেটো, মিষ্টি কুমড়া, কাঁচা মরিচ ও লাউ চাষ করে বছরে প্রায় দুই লাখ টাকা আয় করেন তিনি।

২০১৪ সালে ওমানে গিয়ে কাজ না পেয়ে দেশে ফিরে আসেন ছিদ্দিক। পরের বছর মালদ্বীপে গেলেও সেখানে সুবিধা করতে না পেরে পৈত্রিক পেশা কৃষিকাজে মন দেন।

বাবা জুলফু মিয়া ও ভাই রনি মিয়ার সহযোগিতায় তিনি এখন সফল একজন কৃষক।সম্প্রতি কুরুইন গ্রামে গিয়ে দেখা যায়, ছিদ্দিক ও তার পরিবার জমি থেকে করলা, টমেটো ও আলু সংগ্রহ করছেন। স্থানীয় নিমসার বাজার ও হাটে এসব সবজি বিক্রি হয়।

করলার বাম্পার ফলন হয়েছে।

পাইকারি ৭০-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, বলেন ছিদ্দিক। তিনি জানান, ২০ শতক জমিতে করলা চাষে ১৮-২০ হাজার টাকা খরচ হয়েছে, যা থেকে ৮০-৯০ হাজার টাকা লাভের আশা করছেন।ছিদ্দিকের ভাষ্যে, বিদেশ থেকে ফিরে কৃষিকাজ শুরু করে আজ স্বাবলম্বী হয়েছি। এখন বাড়ির জন্য সবজি কিনতে হয় না।

তবে তিনি সার, বীজ ও কিটনাশকের দাম বৃদ্ধিকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।

ছিদ্দিকের ভাই রনি মিয়া জানান, এলাকার ৫০-৬০ জন কৃষক প্রতিবছর শীত মৌসুমে লক্ষাধিক টাকা আয় করেন। দেবিদ্বার উপজেলা কৃষি কর্মকর্তা বানিন রায় বলেন, মোহনপুর একটি কৃষিনির্ভর এলাকা। আমরা নিয়মিত কৃষকদের পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছি।

ছিদ্দিকের গল্প প্রমাণ করে, পরাজয়কে জয়ে রূপান্তর করা সম্ভব।

প্রবাসে ব্যর্থ হয়েও তিনি কৃষিকাজে নিজের ও সমাজের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com