মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৫ অপরাহ্ন

বিদেশি সংস্থায় নেপালে চাকরি, বছরে বেতন ৮২ লাখের বেশি

  • আপডেট সময় মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫

হিন্দুকুশ হিমালয় (এইচকেএইচ) অঞ্চলের আটটি আঞ্চলিক সদস্যদেশ নিয়ে গঠিত সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (আইসিআইএমওডি) কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি সিনিয়র প্রজেক্ট কো-অর্ডিনেটর-এইচআই-রিপ পদে কর্মী নিয়োগ দেবে। বাংলাদেশি প্রার্থীরাও আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: সিনিয়র প্রজেক্ট কো-অর্ডিনেটর-এইচআই-রিপ

পদসংখ্যা: ১

যোগ্যতা: পাবলিক পলিসি, এনভায়রনমেন্টাল ইকোনমিকস, এনভায়রনমেন্টাল সায়েন্স, ক্লাইমেট চেঞ্জ, ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট, সাসটেইনেবল ডেভেলপমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বড় কোনো প্রোগ্রামে অন্তত পাঁচ বছর সমন্বয় ও নেতৃত্বের অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি এজেন্সি, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, সিভিল সোসাইটি অর্গানাইজেশন ও লোকাল এন্টারপ্রাইজে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতাসহ ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। নেপালি ভাষায় রিপোর্ট রাইটিংয়ে দক্ষ হতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

কর্মস্থল: আইসিআইএমওডি হেড অফিস, কাঠমান্ডু, নেপাল।

বেতন: বছরে মোট বেতন ৬৭,১৭৫ মার্কিন ডলার (৮২ লাখ ২ হাজার ৩১৬ টাকা প্রায়) (অভিজ্ঞতা ও যোগ্যতার ওপর ভিত্তি করে)।

সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, সমন্বয় ভাতা, সন্তান/নির্ভরশীল সদস্য ভাতা, স্বাস্থ্য-জীবন-দুর্ঘটনা বিমা, ১৮ বছরের নিচে অন্তত দুই সন্তানের শিক্ষা ভাতা, সিভিয়ারেন্স পে, ছুটি ও ডে-কেয়ারের সুবিধা আছে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের আইসিআইএমওডির ক্যারিয়ার-সংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে লগইন করে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ৯ মার্চ ২০২৫ (নেপাল সময়)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com