শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন

বিদেশি সংস্থায় ঢাকার বাইরে চাকরি, বেতন ১ লাখ ৪৪ হাজার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এসএনভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি সিলেটে ক্লাস্টার কো–অর্ডিনেটর পদে বাংলাদেশি কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: ক্লাস্টার কো-অর্ডিনেটর
    পদসংখ্যা: ১
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্তত স্নাতক ডিগ্রি থাকতে হবে। কোনো প্রতিষ্ঠানের ডেভেলপমেন্ট সেক্টরে অন্তত আট বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে স্থানীয় সরকারের অধীনে আরবান ডেভেলপমেন্ট প্রকল্পে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আরবান ওয়াটার সাইকেল ইস্যু, পলিসি ও প্রোগ্রাম সম্পর্কে ধারণা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। সমস্যা সমাধানের সক্ষমতা থাকতে হবে। অ্যাডোবি অ্যাক্রোবেটসহ এমএস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

চাকরির ধরন: দুই বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: সিলেট ক্লাস্টার–সিলেট সিটি করপোরেশন, ছাতক ও মৌলভীবাজার
কর্মঘণ্টা: সপ্তাহে ৪০ ঘণ্টা
বেতন: মাসিক বেতন ১,৩২,৫৬৯ থেকে ১,৪৪,৩৩৮ টাকা (দক্ষতা ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে)।
সুযোগ–সুবিধা: গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, যোগাযোগ ভাতা, উৎসব বোনাস এবং কর্মীর পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্যবিমার সুযোগ আছে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে I’m interested–এ ক্লিক করে মোটিভেশন লেটারসহ (এক পৃষ্ঠা) সিভি (তিন পৃষ্ঠার বেশি নয়) পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ১৭ জুন ২০২৪।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com