বিদেশি পর্যটকদের ‘অশোভন আচরণ’ মোকাবিলার জন্য ‘বালিতে অবস্থানরত বিদেশি পর্যটকদের জন্য নতুন নিয়ম’ জারি করেছে ইন্দোনেশিয়ার বালি দ্বীপ কর্তৃপক্ষ। গত ২৪ মার্চ দ্বীপটির গভর্নর ওয়ায়ান কোস্টার এই সার্কুলার জারি করেন। তিনি বলেছেন, ‘বালিতে বিদেশি পর্যটকদের জন্য এই নতুন নির্দেশনা হলো স্থানীয় প্রথা, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের প্রতি আন্তরিক সম্মান প্রদর্শনের আহ্বান।’ গভর্নর আরও বলেছেন, ‘আমরা একটি বিশেষ টিম গঠন করেছি। যে বিদেশি পর্যটকেরা অসদাচরণ করবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
ওয়ায়ান কোস্টারের জারি করা এই নিয়মগুলোর মূল বক্তব্য তুলে ধরা হলো:
বালি পুলিশের জনসংযোগ প্রধান সিনিয়র কমিশনার পল আরিয়াসানি নিশ্চিত করেছেন, দ্বীপজুড়ে সব নিরাপত্তা কার্যক্রম এখন পর্যন্ত সুচারুভাবে পরিচালিত হচ্ছে। ঈদের দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে বেদুগুল বোটানিক্যাল গার্ডেন, কুটা, গরুড় বিষ্ণু কেনচানা, সানুর, তানাহ লট, উলুয়াতু, কিন্টামানি, চাঙ্গুসহ বেশ কিছু জনপ্রিয় গন্তব্যে এ নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সূত্র: দ্য বালি সান