বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন

বার্বি: ফ্যাশন যখন প্রচারণার সবচেয়ে বড় অস্ত্র

  • আপডেট সময় সোমবার, ৭ আগস্ট, ২০২৩

বার্বি এখন আর নিছক কোনো পুতুল নয়, কোনো সিনেমাও নয়, হয়ে উঠেছে নারীর স্বাভাবিক একঘেয়ে জীবন থেকে খানিক নিস্তার পাওয়ার কৌশল। বাস্তবতার মলিন রং ভুলে বার্বির হট পিঙ্কে ধরা দেওয়া খানিক আনন্দ আর উদ্‌যাপনের উপলক্ষ। আর তাই পাশের বাসার নাম না জানা মেয়েটা থেকে নোবেলজয়ী মালালা, হলিউড থেকে ঢালিউড—সবাই ভাসছে বার্বি স্রোতে। বিশ্বব্যাপী বিক্রি বেড়েছে বার্বির। ইতিমধ্যে ৬৪ বছরে বিক্রি হয়েছে ১০০ কোটিরও বেশি বার্বি। ধারণা করা হচ্ছে, দ্বিতীয় ১০০ কোটি বিক্রির মাইলফলক স্পর্শ করতে সময় লাগবে মাত্র পাঁচ বছর!

মানুষ বার্বি কিনতে চায়, বার্বি হতে চায়, দল বেঁধে বার্বি দেখতে চায়। বার্বি এখন আর নিছক কোনো পুতুল নয়, কোনো সিনেমাও নয়, হয়ে উঠেছে নারীর স্বাভাবিক একঘেয়ে জীবন থেকে খানিক নিস্তার পাওয়ার কৌশল। এই যে নারীরা দল বেঁধে বার্বি সাজে সিনেমা দেখছেন, ছবি তুলছেন, সেটা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন, নারীর কাছে সেটা আসলে চলমান ক্লিশে জীবনের একধরনের উপশম, বাস্তবতার মলিন রং ভুলে বার্বির হট পিঙ্কে ধরা দেওয়া খানিক আনন্দ আর উদ্‌যাপনের উপলক্ষ। আর তাই পাশের বাসার নাম না জানা মেয়েটা থেকে নোবেলজয়ী মালালা, হলিউড থেকে ঢালিউড—সবাই ভাসছে বার্বি স্রোতে।ফ্যাশন দিয়ে হাইপ তুলে একটা সিনেমাকে যে বছরের সবচেয়ে আয় করা সিনেমার তালিকায় তুলে ফেলা যায়—তার উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে ‘বার্বি

বার্বির বাংলাদেশ প্রিমিয়ারে এক ঝাঁক তারকা: হৃদি শেখ, সাফা কবির, টয়া, শেহতাজ ও জেফার

বার্বির বাংলাদেশ প্রিমিয়ারে এক ঝাঁক তারকা: হৃদি শেখ, সাফা কবির, টয়া, শেহতাজ ও জেফারলোকে যতই ফেসবুকে লিখুক, বার্বি দেখতে গিয়ে হলে ঘুমিয়ে পড়েছিলেন বা এ রকম ‘ওভাররেটেড’ সিনেমা দুনিয়াতে আর একটিও নেই—দল বেঁধে বার্বি দেখতে যাওয়া থেকে কেউ কাউকে আটকাতে পারছেন না। বাজে রিভিউ, লো রেটিং সত্ত্বেও কেবল ফ্যাশন দিয়ে হাইপ তুলে একটা সিনেমাকে যে বছরের সবচেয়ে আয় করা সিনেমার তালিকায় তুলে ফেলা যায়—তার উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে ‘বার্বি’। ২১ জুলাই মুক্তির পর মাত্র এক সপ্তাহে সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৭৭৫ মিলিয়ন ডলার বা ৮ হাজার ৪০০ কোটি টাকা! আর আপনি বিশ্বাস করুন বা না-ই করুন, সত্যি এটাই যে বার্বি হাইপের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বার্বি ফ্যাশন ‘বার্বিকোর’।

২০২২ সাল থেকে বার্বিকোর নামে ফ্যাশন ব্র্যান্ডও চালু হয়েছে। ম্যাটেলের বার্বিকোরের সঙ্গে যোগ দিয়েছেন নামকরা ফরাসি ফ্যাশন ডিজাইনার বালমেইন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জুয়েলারি ডিজাইনার কেন্ড্রা স্কট ও লাউঞ্জওয়্যার কোম্পানি বেয়ারফুট ড্রিমস। আসলে পুরো ব্যাপারটাই পূর্বপরিকল্পিত। যখন থেকে বার্বি সিনেমা তৈরির প্রস্তুতি চলছে, তখন থেকে চলছে প্রচারণার মাধ্যমে এই সিনেমাকে ব্যবহার করে ফ্যাশন বিশ্বে একটা নাড়া দেওয়ার কারসাজি। আর সে ক্ষেত্রে যে সবাই শতভাগ সফল, তা আর বলতে! বিশ্বব্যাপী এই সিনেমার আয়ের সঙ্গে জুড়ে দিতে হবে বার্বিকোরের আয়। কেননা ২০২৩ সালের জুন আর জুলাই—এই দুই মাসে বার্বিকোর ফ্যাশন যেভাবে আলোচনায় এসেছে, তা যেকোনো ফ্যাশন ব্র্যান্ডের চোখ কপালে তোলার জন্য যথেষ্ট।

‘বার্বি’র প্রচারে মার্গো রবি

‘বার্বি’র প্রচারে মার্গো রবি

কেবল হলিউডেই নয়, বলিউড, বিশ্বসংগীতের তারকাদের থেকে শুরু করে এমনকি বাংলাদেশি তারকারাও মজেছেন বার্বিকোরের ফ্যাশনে। বলিউডের সব নারী তারকাই কোনো না কোনো উপলক্ষে বার্বি সাজে উপস্থিত হয়ে চমকে দিয়েছেন ভক্তদের। আর এখন তো সেটা রীতিমতো ট্রেন্ডে পরিণত হয়েছে।

বাংলাদেশে বাঁধন, রুনা খান, নাবিলারাও তাঁদের কন্যাদের নিয়ে সেজেছেন বার্বি সাজে। এ ছাড়া বিশ্বব্যাপী নারী দর্শকের বেশির ভাগই এই সিনেমা দেখতে গিয়েছেন পিঙ্ক ফ্যাশন গায়ে চাপিয়ে। অনেকের পায়ে শোভা পেয়েছে হাই হিল। চুলের স্টাইলও হয়েছে বার্বির অনুকরণে। ঠোঁটের সঙ্গী হয়েছিল পিঙ্ক লিপগ্লস।

১৯৫৯ সালের ৯ মার্চ বার্বির জন্মদিন। বার্বির নাকি বয়স বাড়ে না, তাই ২০২৩–এ দাঁড়িয়েও বার্বি সুইট নাইনটিন। তবে এখন পর্যন্ত দুই শর বেশি রূপে দেখা দিয়েছে বার্বি। কখনো সাংবাদিক, পাইলট, ফায়ার ফাইটার, র‍্যাপার বা মহাকাশচারী। অর্থাৎ বার্বি ঘুরেফিরে এই বার্তা দিয়েছে যে পৃথিবীতে এমন কিছু নেই, যা নারীরা পারে না। যা ছোট্ট মেয়েশিশুর মনে ছোটবেলা থেকেই গেঁথে দিয়েছে যে কোনো কিছুতেই তার বাধা নেই। কেউ চাইলে যা ইচ্ছা তা–ই হতে পারে। এভাবে দিন দিন বার্বি হয়ে উঠেছে নারীর ক্ষমতায়নের একটা প্রতীক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com