শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:৫৮ পূর্বাহ্ন
Uncategorized

বাক লং সেতু বিশ্বের দীর্ঘতম কাচ-সেতু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

উচ্চতা ভয় যাদের তাদের জন্য এটা হতে পারে ভয়ঙ্কর অভিজ্ঞতা, তবে যারা তাগড়া কালো ষাড়ের চোখে লাল রুমাল বাঁধা কিংবা হাজার ফুট ঊঁচুতে উঠে নিতে চান অন্যরকম অ্যাডভেঞ্চার অনুভূতি। তাদের জন্য  এক রোমাঞ্চকর সুযোগ নিয়ে হাজির ভিয়েতনাম।

আজ শুক্রবার ভিয়েতনামের বাক লং কাচের সেতুটি খুলে দেওয়া হয়েছে। কাচের এ সেতু একটা পাহাড় থেকে আরেক পাহাড়ের ঘন জঙ্গল ও গভীর খাঁড়ির ওপর দিয়ে পাড়ি দিয়েছে ১৫০ মিটার পথ।

পাহাড়ের গা ঘেঁষে প্যাঁচানো সেতুটি দেখতে অনেকটা ড্রাগনের মতো। প্যাঁচানো ওই অংশসহ সেতুটির মোট দৈর্ঘ্য ৬৩২ মিটার।

ঝকঝকে কাচের স্বচ্ছ পাটাতনের সেতুটি ‘বাক লং পেডেস্ট্রিয়ান ব্রিজ’ নামের অর্থ  দাঁড়ায় সাদা ড্রাগন। কর্তৃপক্ষের দাবি, এই শক্তিশালী সেতু ৪৫০ জনের বেশি মানুষ উঠলেও ভাঙবে না।

এর আগে কাচের মেঝেযুক্ত সবচেয়ে বড় সেতুটি ছিল চীনের গোয়াংডংয়ে। যার দৈর্ঘ্য ৫২৬ মিটার। ভিয়েতনামের দাবি অনুযায়ী, বাক লং চীনের সেতুটির চেয়ে দৈর্ঘ্যে ১০৬ মিটার বড়। আগামী মাসে ভিয়েতনামের এই দাবি, যাচাই করে দেখবে গিনেস গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। তখনই আসলে জানা যাবে, কার চেয়ে কে বড়!

সূত্র: এনটিটিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com