অনুপম শৈলীর স্থাপত্য বিশ্বের দ্বিতীয় বাংলার তাজমহল ও বাংলার পিরামিডে ঘুরে আসতে পারেন। ছায়া ডাকা পাখি ডাকা নিরিবিলি পরিবেশে পেরাবো গ্রামে এর অবস্থান। ঐতিহ্যকে ধরে রাখতে এ তাজমহল ও পিরামিড নির্মাণ করেছেন শিল্পপতি ও চলচ্চিত্র ব্যক্তিত্ব আহ্সানউল্লাহ মনি।
তাজমহল ও পিরামিড দেখার জন্য প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শত শত পর্যটক ছুটে আসছেন পেরাবো গ্রামে।
ইতোমধ্যে ভারতের আগ্রার তাজমহলের অনুকরণে নির্মিত বাংলার তাজমহলটি লাখ লাখ দেশি-বিদেশি পর্যটকের মন কেড়েছে। বাংলার তাজমহল ও পিরামিড এখন পরিপূর্ণভাবে সাজ সাজ রবে সজ্জিত হয়েছে। তাজমহল ও পিরামিডের ভিতরে বসার স্থান করে দেওয়া হয়েছে।
বাংলার তাজমহল প্রতিষ্ঠাতা মনে করেন, বাংলাদেশে ১৫ কোটি মানুষের বিপরীতে পর্যাপ্ত বিনোদন কেন্দ্রের খুবই অভাব। বাংলার তাজমহল সেই অভাব কিছুটা হলেও পূরণ করতে পেরেছে।
আপনি যদি সোনারগাঁয়ে একদিনে বেড়াতে চান তাহলে আপনি তাজমহল থেকে প্রথমে ঘুরে আসতে পারেন। সেক্ষেত্রে আপনি কাঁচপুর হয়ে রূপগঞ্জের বরপা দিয়েও তাজমহলে যেতে পারেন।
আবার চিটাগাং রোড ও নারায়ণগঞ্জ থেকে সরাসরি ‘বাঁধন পরিবহন’ নামে বাস সার্ভিস রয়েছে। সেই বাসে নারায়ণগঞ্জ থেকে ভাড়া জনপ্রতি ৫০ টাকা এবং চিটাগাং রোড থেকে ভাড়া ২৫ টাকা। তাছাড়া ঢাকা থেকেও সরাসরি তাজমহলে আসা যায়। আপনি নিজস্ব প্রাইভেট কার নিয়েও আসতে পারেন। তাজমহল ও পিরামিডে প্রবেশের টিকিট জনপ্রতি ১৫০ টাকা।