1. [email protected] : চলো যাই : cholojaai.net
বাংলার এই গ্রামীণ গন্তব্য গুলো হয়ে উঠক আপনার ভ্রমণের ঠিকানা
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৯:১০ অপরাহ্ন
Uncategorized

বাংলার এই গ্রামীণ গন্তব্য গুলো হয়ে উঠক আপনার ভ্রমণের ঠিকানা

  • আপডেট সময় রবিবার, ১৬ মে, ২০২১

বাঙালি মানেই ভ্রমণ পিপাসু। বরাবরই ঘুরতে যেতে আমরা ভালোবাসি। তাইতো পুজোর ছুটিতে হোক বা বড়দিনের ছুটি ঘুরতে যাওয়া মাস্ট। কিন্তু দীর্ঘ একবছর ধরেই করোনা ভাইরাসের দাপটে ঘুরতে যাওয়া শিকেয় উঠেছে। সারাদিন নিজের পেশাগত কাজ কর্ম, বাড়ির নানা দায়িত্ব সামলে কেমন যেনো একঘেয়ে হয়ে উঠেছে। আবার এদিকে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ । আছড়ে পড়ছে এই ভাইরাসের দ্বিতীয় ঢেউ। ক্রমশই বেড়ে চলেছে করোনা সংক্রমন। এই সময় তাই ঘুরতে যাওয়ার প্রশ্ন নেই। কিন্তু ওই যে কথায় আছে আশায় করে চাষা, তাই অবস্থার পরিবর্তন হওয়া অবধি অপেক্ষা করতেই হবে। কিন্তু পরিকল্পনা এখন থেকেই করে রাখতে ক্ষতি কি? আজ আপনাদের জন্য রইল বাংলার গ্রাম্য পরিবেশে অবস্থিত বেশ কিছু ঘুরতে যাওয়ার ঠিকানা।

১. শান্তিনিকেতন: বাঙালির কাছে এই জায়গার আলাদা করে পরিচয়ের দরকার নেই। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছে এই জায়গা। সবুজের মাঝে গ্রাম্য পরিবেশে এখানে কিছুদিন কাটাতে বেশ ভালো লাগবে। পৌষ মেলা ও মেলার বাউল গান ভীষণ জনপ্রিয়।

২. টাকি: ইছামতি নদীর তীরে অবস্থিত টাকি। উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে টাকি বেশ জনপ্রিয়। কারণ কলকাতা থেকে প্রায় ২ ঘণ্টায় এখানে পৌঁছানো যায়। নদীপথে ঘুরে দেখতে পারেন মাছরাঙা দ্বীপ।

৩. সুন্দরবন: সুন্দরবন রয়াল বেঙ্গল টাইগারের জন্য পরিচিত এটা সকলেরই জানা। দক্ষিণ ২৪ পরগনার এই জায়গাটি জনপ্রিয় ভ্রমণ কেন্দ্র। দুদিকে ম্যানগ্রোভ মাঝখানে নদী পথে ভ্রমণ এক আলাদা অনুভুতি। সবুজের মাঝে কয়েকটা দিন ভালই কাটবে।

৪. ডুয়ার্স: হিমালয়ের পাদদেশে অবস্থিত উত্তরবঙ্গের ডুয়ার্স জনপ্রিয় স্থান। এখানে ঘুরতে এলে আপনি জঙ্গলের প্রেমে পড়ে যেতে বাধ্য। এখানের চা বাগানের পরিবেশ বেশ মনোরম। এছাড়া গরূমারা, জলদাপারা অভয়ারণ্যে জঙ্গল সাফারি অন্যতম প্রধান আকর্ষণ।

৫. বকখালিঃ এটি একটি জনপ্রিয় ভ্রমন কেন্দ্র। কলকাতার খুবই কাছে অবস্থিত দক্ষিন ২৪ পরগনার এই যায়গা। এখানকার সমুদ্র ও পারিপার্শ্বিক পরিবেশ মনোরম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com