চলতি বছর বাংলাদেশ থেকে এখন পর্যন্ত (২১ জুন) ১ লাখ ৭ হাজার ৬০০ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
বাংলাদেশিদের জন্য এখন পর্যন্ত ১ লাখ ২৩ হাজার ১৫০টি হজ ভিসা ইস্যু করা হয়েছে।
এদিকে সৌদি আরবে এসে এখন পর্যন্ত ২৩ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০ জন পুরুষ ও ৩ জন নারী। তাঁদের মধ্যে মক্কায় মারা গেছেন ১৯ জন এবং মদিনায় ৪ জন। হজ-সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।
এবারের হজ ফ্লাইট শুরু হয় গত ২১ মে। শেষ হজ ফ্লাইট ২২ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট আগামী ২ জুলাই। আর শেষ ফিরতি ফ্লাইট আগামী ২ আগস্ট।
হজের খুতবা দেবেন শায়খ ইউসুফ
চলতি বছর আরাফাতের ময়দানে হজে অংশগ্রহণকারী মুসলিম উম্মাহর উদ্দেশে খুতবা দেবেন শায়খ ইউসুফ বিন মুহাম্মদ বিন সাঈদ।
সম্প্রতি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এক রাজকীয় ফরমানে শায়খ ইউসুফকে আরাফাতের দিনে খুতবা দেওয়ার জন্য অনুমোদন দেন।
শায়খ ইউসুফ সৌদি আরবের জ্যেষ্ঠ উলামা কাউন্সিলের সদস্য। তিনি মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ মাহের মুআইকিলির পরিবর্তে বিভিন্ন সময় নামাজ আদায়ের দায়িত্ব পালন করেন।
আগামী ৯ জিলহজ (২৭ জুন) আরাফাতের ময়দানে হজের খুতবা দেবেন শায়খ ইউসুফ। এই আরাফাতের ময়দানেই মহানবী হজরত মুহাম্মদ (সা.) বিদায় হজের ভাষণ দিয়েছিলেন।
চলতি বছরও হজের আরবি খুতবা বাংলাসহ মোট ১৪টি ভাষায় শোনা যাবে। বাংলায় হজের খুতবা শোনা যাবে এই ওয়েবসাইটে https://manaratalharamain.gov.sa