বাংলাদেশিসহ বিশ্বের বিভিন্ন দেশের জন্য যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট বৃত্তির ঘোষণা দেওয়া হয়েছে। ২০২৩-২৪ সালের ফুলব্রাইট টিচিং এক্সিলেন্ট অ্যান্ড অ্যাচিভমেন্টে (ফুলব্রাইট টিইএ) আবেদন গ্রহণ শুরু হয়েছে।
এটি ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট এক্সচেঞ্জের একটি প্রোগ্রাম। এ বৃত্তি পেলে ছয় সপ্তাহের জন্য বাংলাদেশি শিক্ষকেরা যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নেবেন। এটি একটি পেশাদার উন্নয়ন প্রোগ্রাম।
এ প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের জানুয়ারিতে অথবা একই বছরের সেপ্টেম্বরে পেশার বিকাশের জন্য একাডেমিক সেমিনারে অংশ নেওয়ার সুযোগ পাবেন বৃত্তিপ্রাপ্তরা। স্থানীয় বিশ্ববিদ্যালয়ে এবং স্থানীয় বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের দক্ষতা পর্যবেক্ষণ ও শেয়ার করতে পারবেন।
ফুলব্রাইট টিইএ–তে আবেদনের শেষ দিন ১১ এপ্রিল। ওই দিন বাংলাদেশ সময় ৯টা ৫০ মিনিটের মধ্য আবেদন করতে হবে আগ্রহী ব্যক্তিদের।