সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন

বাংলাদেশিসহ ৪০ অভিবাসীকে আলবেনিয়ায় পাঠাল ইতালি

  • আপডেট সময় রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

ইতালিতে অবৈধভাবে প্রবেশ করা অভিবাসীদের মধ্যে বাংলাদেশিসহ ৪০ জনকে আলবেনিয়ায় ফেরত পাঠিয়েছে ইতালি সরকার।

শুক্রবার সকালে দেশটির ব্রিন্দাসি বন্দর থেকে ‘লিব্রা’ নামের একটি জাহাজে করে, হাতে হাতকড়া পরিয়ে তাদের পাঠানো হয়।

এ নিয়ে চতুর্থবারের মতো আলবেনিয়ায় অভিবাসী পাঠানো হলো। এর আগে রোমের আদালতের নির্দেশে তিন দফায় অভিবাসীদের ফেরত আনতে বাধ্য হয়েছিল ইতালি সরকার।

স্থানীয় প্রশাসনের বরাতে জানা গেছে, অভিবাসীদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, জর্জিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া, মলদোভা, তিউনিসিয়া ও মিশরের নাগরিক রয়েছেন। তবে কতজন বাংলাদেশি রয়েছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

রোমে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব সাইফুল ইসলাম বলেন, “আজ যাদের পাঠানো হয়েছে, তাদের মধ্যে কয়েকজনকে স্থানীয় প্রশাসন ‘সম্ভাব্য বাংলাদেশি’ হিসেবে শনাক্ত করেছে। নিশ্চিত হওয়ার পর দূতাবাসকে অফিসিয়ালি জানানো হবে এবং ইতালির নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

গত ২৮ মার্চ অভিবাসীদের আলবেনিয়ায় পাঠানোর নতুন নির্দেশনা জারির পর মিলানসহ বিভিন্ন শরণার্থী ক্যাম্পে অভিযান চালায় ইতালির প্রশাসন। এরপর মিলান ও তোরিনসহ ছয়টি ক্যাম্প থেকে ৪০ জনকে আটক করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com