পুলিশ প্রধান মারডিওনো বলেন, ‘আমরা প্রাথমিকভাবে একটি নৌকা কূলে ভিড়ার খবর পেয়েছি। খুঁজতে গিয়ে সেখানে নাম, পতাকাবিহীন একটি অ্যালুমিনিয়ামের নৌকা পেয়েছি।
এর আগে জুন মাসে ইন্দোনেশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছিল, দক্ষিণ জাভার একটি সমুদ্র সৈকতে আটকে পড়া ২৮ জন বিদেশীকে উদ্ধার করেছিল তারা। এদেরকেও অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ আটকের পর সমুদ্রে ভাসিয়ে দিয়েছিল।
এক দশকেরও পূর্বে চালু করা কঠোর নীতির অধীনে অস্ট্রেলিয়া হাজার হাজার অভিবাসীকে নৌকায় করে দেশে পৌঁছানোর চেষ্টা করে যাচ্ছে। দেশে পাঠাতে গিয়ে পাপুয়া নিউ গিনির মানুস দ্বীপ এবং ক্ষুদ্র প্রশান্ত মহাসাগরীয় দেশ নাউরুতে পাঠানো হয়েছে তাদের। অস্ট্রেলিয়ার পরবর্তী সরকারগুলো ঘোষণা করেছে, নৌকায় করে আসা কোনো অভিবাসীকে কখনোই দেশে স্থায়ীভাবে থাকতে অনুমতি দিবে না দেশটি।