মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন

বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যর গ্রেট স্কলারশিপ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

যুক্তরাজ্যের সম্মানজনক একটি বৃত্তি গ্রেট স্কলারশিপ। এই বৃত্তির আওতায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার জন্য বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। যুক্তরাজ্য সরকারের গ্রেট ব্রিটেন ক্যাম্পেইন ও ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে যৌথভাবে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের অনুদানে এই গ্রেট স্কলারশিপ দেওয়া হয়। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ২০২৫ সালের স্প্রিং সেমিস্টারে বাংলাদেশসহ ১৫টি দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় স্নাতকোত্তর পড়ার সুযোগ পাবেন। প্রতিটি বৃত্তির জন্য ১০ হাজার পাউন্ড অনুদান দেওয়া হয়।

যে যে বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা

  • অ্যাস্টন ইউনির্ভাসিটি
  • ক্র‍্যানফিল্ড ইউনির্ভাসিটি
  • কেল ইউনিভার্সিটি
  • লিভারপুল জন মুরস ইউনিভার্সিটি
  • লাভবার্গ ইউনির্ভাসিটি
  • রবার্ট গর্ডন ইউনির্ভাসিটি
  • ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার
  • উলস্টার ইউনিভার্সিটি
  • ইউনিভার্সিটি অব এক্সেইটার
  • ইউনিভার্সিটি অব প্ল্যামাউথ
  • ইউনিভার্সিটি অব সারে।
 যুক্তরাজ্যের হায়ার এডুকেশন ইনস্টিটিউশনের ইংরেজি ভাষায় দক্ষতাসহ নানা যোগ্যতা থাকতে হবে গ্রেট স্কলারশিপের আবেদনের জন্য
যুক্তরাজ্যের হায়ার এডুকেশন ইনস্টিটিউশনের ইংরেজি ভাষায় দক্ষতাসহ নানা যোগ্যতা থাকতে হবে গ্রেট স্কলারশিপের আবেদনের জন্যছবি: ওয়েবসাইট থেকে নেওয়া

এসব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কোর্সের বিস্তারিত ও আবেদনের যোগ্যতাসহ বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

গ্রেট স্কলারশিপে আবেদনের যোগ্যতা

  • বাংলাদেশের নাগরিক হতে হবে
  • স্নাতক ডিগ্রি সম্পন্ন করতে হবে। যে বিষয়ে পড়াশোনা করতে ইচ্ছুক, সে বিষয়ে আগ্রহ থাকতে হবে
  • যুক্তরাজ্যের হায়ার এডুকেশন ইনস্টিটিউশনের ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে
  • যুক্তরাজ্যভিত্তিক গ্রেট স্কলারদের নেটওয়ার্কে যোগ দিয়ে অভিজ্ঞতা শেয়ারের মানসিকতা থাকতে হবে
  • ব্রিটিশ কাউন্সিল ও তাদের হায়ার এডুকেশন ইনস্টিটিউশনের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং গ্রেট স্কলারশিপের একজন দূত হিসেবে কাজ করতে হবে
  • গ্রেট স্কলারশিপের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে মাঝেমধ্যে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে তাঁর যুক্তরাজ্যে অধ্যয়নের অভিজ্ঞতা সম্পর্কে কথা বলতে ইচ্ছুক থাকতে হবে।
২০২৫ সালের স্প্রিং সেমিস্টারে বাংলাদেশসহ ১৫টি দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় স্নাতকোত্তর পড়ার সুযোগ পাবেনছবি: ওয়েবসাইট থেকে নেওয়া

যেভাবে আবেদন করবেন

ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা দেওয়া আছে। তালিকা থেকে আলাদা আলাদা লিংকে প্রবেশ করে বিশ্ববিদ্যালয়গুলোর আবেদনের নিয়মাবলি জেনে নিতে হবে। একেক বিশ্ববিদ্যালয়ে আবেদনের শেষ সময় একেক দিন। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে আবেদনের শেষ সময় জানা যাবে। তবে এ বছরের জুনের মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে আবেদনের ফলাফল জানিয়ে দেওয়া হয়। নির্বাচিত হলে আলাদা আলাদা বিশ্ববিদ্যালয় থেকে বৃত্তির তহবিল জারি করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com