শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ন

বাংলাদেশিদের জন্য ব‍‍র্তমানে যেসব দেশে ক‍‍র্মী ভিসা চালু আছে

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

বাংলাদেশ থেকে প্রতি মাসে গড়ে ১ লাখের বেশি কর্মী কাজের ভিসা নিয়ে বিদেশ যাচ্ছেন।এছাড়া আরো বহু মানুষ কর্মসংস্থানের জন্য বিদেশে যাওয়ার অপেক্ষায় আছেন। যদিও তাদের অধিকাংশই জানেন না বর্তমানে কোন কোন দেশে বাংলাদেশিদের জন্য কর্মী ভিসা চালু আছে অথবা কোন দেশে সহজে এবং অধিক সংখ্যক বাংলাদেশি কর্মী ভিসা নিয়ে যেতে পারছেন।

প্রবাস বার্তা’র এই বিশেষ প্রতিবেদনে জানিয়েছে দিচ্ছি, কোন কোন দেশে বর্তমানে কর্মী ভিসা চালু আছে বা বেশি কর্মী যাওয়ার সুযোগ রয়েছে। চলতি বছরের এপ্রিল মাসে বিদেশে কর্মসংস্থানের চিত্র দেখলেই সহজেই বুঝতে পারবেন কোন কোন দেশে কতো সংখ্যক কর্মী যাওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি কর্মী যাওয়ার সুযোগ রয়েছে সৌদি আরবে। এপ্রিলেও দেশটিতে গিয়েছে ৩৪ হাজার ৬৮০ কর্মী। এর আগের তিন মাসেও প্রায় একই সংখ্যায় কর্মী গিয়েছে দেশটিতে।

এর পরের অবস্থানে মালয়েশিয়া। সংখ্যায় কিছুটা কম হলেও বর্তমানে মালয়েশিয়া কর্মীদের কাছে বেশ চাহিদার একটি শ্রমবাজার। দেশটিতেও বর্তমানে বাংলাদেশিদের জন্য কর্মী ভিসা চালু রয়েছে। এপ্রিলে দেশটিতে গিয়েছে ১৮ হাজার ৫৬৫ কর্মী। চলতি মে মাসেও মালয়েশিয়ায় স্বাভাবিক ভাবেই কর্মী যাচ্ছে প্রতিদিন।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ওমান। গেল মাসে দেশটিতে পাড়ি জমিয়েছেন ৯ হাজার ৮১৭ কর্মী। এছাড়া, বিএমইটির পরিসংখ্যান অনুযায়ী এপ্রিল মাসে অন্যান্য দেশের মধ্যে সিঙ্গাপুরে গিয়েছেন ৩ হাজার ৯৪৩ কর্মী, আরব আমিরাতে ৩ হাজার ৭৭৪, কুয়েতে ১ হাজার ৪৬৯, কাতারে ১ হাজার ৭৮১, জর্ডানে ৭২৭, যুক্তরাজ্যে ৪৭৬, দক্ষিণ কোরিয়ায় ৩৮২, ব্রুনাইয়ে ৩৩৯, ইতালিতে ৩১৭, লেবাননে ১২২, মরিশাসে ৯৮, জাপানে ৩৭, মিশরে ২৫, সুদানে ১৩, ইরাকে ২ এবং বিশ্বের অন্যান্য দেশে পাড়ি দেন ২ হাজার ২৬৬ কর্মী।

মূলত যে দেশে বেশি সংখ্যক কর্মী যাচ্ছেন সেই দেশেই কর্মীর চাহিদা রয়েছে বেশি। তাই কর্মী হিসেবে বিদেশ যেতে চাইলে- জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো- বিএমইটি’র এই পরিসংখ্যানে ভালোভাবে দেখে সিদ্ধান্ত নিন। বাংলাদেশ থেকে বর্তমানে কোন দেশে কতো সংখ্যক কর্মী যেতে পারছে এবং সেদেশে আপনি যাওয়ার সুযোগ পাবেন কিনা, তা আগে চিন্তা করতে হবে।

আর অবশ্যই বৈধ লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সির মাধ্যমে, বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড বা স্মার্ট কার্ড নিয়েই কর্মী হিসেবে বিদেশ যেতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com