1. [email protected] : চলো যাই : cholojaai.net
বাংলাদেশিদের জন্য বন্ধ হতে পারে অনেক দেশে যাওয়ার সুযোগ
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সস্তায় বিদেশ ভ্রমণ: স্বপ্নকে সত্যি করার বিজ্ঞানসম্মত গাইড ব্রিটেনে ভিসা বদল, বাংলাদেশিদের জন্য কী পরিবর্তন ক্রিপটিক গর্ভাবস্থা – যখন নিজেই জানেন না আপনি গর্ভবতী পর্যটন ভিসায় বিদেশ গিয়ে কাজ করলে কী কী শাস্তি হতে পারে স্পা থেকে সিনেপ্লেক্স , যা যা আছে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল বিমানবন্দরে তিন বছরে পাঁচ লাখ কর্মী নেবে ইটালি, সুযোগ পেতে পারেন বাংলাদেশিরাও চলতি বছরের প্রথম ছয় মাসে ইইউতে অভিবাসী কমেছে ২০ ভাগ, শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ প্রবেশে শীর্ষে বাংলাদেশ ভারতের এই গ্রামে মেয়েদেরকে কাপড় ছাড়াই থাকতে হয়

বাংলাদেশিদের জন্য বন্ধ হতে পারে অনেক দেশে যাওয়ার সুযোগ

  • আপডেট সময় বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

টুরিস্ট ভিসার অপব্যবহারের কারণে আন্তর্জাতিক পর্যটনের সুযোগ সংকুচিত হচ্ছে বাংলাদেশের নাগরিকদের জন্য। অনেক দেশ এখন বাংলাদেশি পাসপোর্টধারীদের ভিসা প্রদান কঠোর করে তুলছে, এমনকি কিছু ক্ষেত্রে বন্ধও করে দিচ্ছে।

যারা বছরে এক-দুইবার ছুটিতে বিদেশে ঘুরতে যান, তাদের জন্য ভিসা পেতে এখন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। একজন পর্যটক জানান, “অ্যাম্বাসিতে বিশ্বাস করাতে কষ্ট হয় যে আমরা সত্যিকারের ঘুরতে যাচ্ছি। প্রচুর প্রমাণপত্র দেখাতে হয়, এমনকি তাদের আমাদের অফিস পরিদর্শনের অনুরোধও থাকে।”

আরেক ভুক্তভোগী বলেন, “অনেকে টুরিস্ট ভিসায় বিদেশে গিয়ে অবৈধভাবে বসবাস ও চাকরিতে জড়িয়ে পড়ছে। এর ফল ভোগ করতে হচ্ছে আমাদের মতো প্রকৃত পর্যটকদের। ভিসা পেতে এখন অনেক ঝামেলা পোহাতে হচ্ছে।”

গত কয়েক বছরে বেশ কিছু দেশ বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান বন্ধ করেছে বা সীমিত করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কম্বোডিয়া এবং মধ্য এশিয়ার কয়েকটি দেশ। সর্বশেষ সংযোজন হিসেবে ভিয়েতনামও তাদের ভিসা নীতিতে কঠোরতা এনেছে।

বিশেষজ্ঞরা মনে করেন, পর্যটনের আড়ালে মানবপাচারের মতো অনৈতিক কার্যক্রম এই সংকটের মূল কারণ। আটাবের সাধারণ সম্পাদক আফসিয়া জান্নাত সালেহ বলেন, “টুরিস্ট ভিসার নামে লোক পাঠিয়ে তাদের স্থায়ীভাবে থেকে যেতে উৎসাহিত করা হচ্ছে। এতে ভিসা নীতিতে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ছে। ফলে প্রকৃত পর্যটকরা সমস্যায় পড়ছেন।”

সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তাদের অভিযোগ, যথাযথ মনোযোগের অভাবে এই সংকট আরও জটিল হচ্ছে।

ভিসা বন্ধ বা কঠোরতার পরিবর্তে সচেতনতা বৃদ্ধি এবং সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন ট্যুর অপারেটররা। তারা আশাবাদী, সরকারের উদ্যোগে পর্যটন খাতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।

বিশেষজ্ঞদের মতে, পর্যটনের নামে অবৈধ কার্যক্রম বন্ধে কড়া নজরদারি প্রয়োজন। প্রকৃত পর্যটকদের ভিসা প্রাপ্তি সহজ করতে প্রশাসনিক প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দক্ষতা আনতে হবে। বিদেশি দূতাবাসগুলোর সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক জোরদার করা দরকার, যাতে ভিসা নীতিতে কঠোরতার পরিবর্তে যৌক্তিক সমাধান পাওয়া যায়।

সচেতন ও সুশৃঙ্খল পর্যটনের মাধ্যমে বাংলাদেশের সুনাম পুনরুদ্ধারে কাজ করতে হবে সকল পক্ষকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com