বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও সীমিত পরিসরে ভিজিট (ভ্রমণ) ভিসা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দুই দেশের মধ্যে সম্প্রতি জোরালো কূটনৈতিক যোগাযোগ এবং সহযোগিতা বৃদ্ধির পর এই সিদ্ধান্ত এসেছে।
ঢাকায় নিযুক্ত ইউএই রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি জানিয়েছেন, বর্তমানে ঢাকায় ইউএই দূতাবাস প্রতিদিন গড়ে ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা ইস্যু করছে।
রবিবার বিকেলে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে এক বৈঠকে এই তথ্য জানান রাষ্ট্রদূত। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বৈঠকে রাষ্ট্রদূত জানান, ভিসা প্রক্রিয়ায় বাংলাদেশি ব্যবসায়িক প্রতিনিধিদের জন্য ‘বাল্ক ভিসা’ সুবিধা দ্রুত সম্পন্ন করা হচ্ছে, যা দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ও মানুষে-মানুষে যোগাযোগ বাড়াতে ভূমিকা রাখছে।
এছাড়াও, ইউএইয়ের মানবসম্পদ মন্ত্রণালয় দক্ষ কর্মীদের জন্য পুনরায় অনলাইন ভিসা সিস্টেম চালু করেছে। এর আওতায় ইতিমধ্যে মার্কেটিং ম্যানেজার, হোটেল কর্মীসহ বিভিন্ন পেশাজীবীদের জন্য ভিসা ইস্যু হয়েছে। নিরাপত্তা কর্মীদের জন্য ৫০০টি ভিসা দেওয়া হয়েছে এবং আরও ১,০০০টি ভিসা অনুমোদিত হয়ে রয়েছে, যা শিগগিরই ইস্যু হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সময়ের সঙ্গে সঙ্গে ইউএই বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়ায় আরও শিথিলতা আনবে বলে প্রত্যাশা করা হচ্ছে। রাষ্ট্রদূত জানিয়েছেন, মানবিক ও সহানুভূতিশীল কেসগুলো বিবেচনায় রেখে নমনীয়তা অব্যাহত থাকবে।
এই অগ্রগতিকে স্বাগত জানিয়ে বিশেষ দূত লুৎফে সিদ্দিকী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান এবং জানান যে, দুই দেশের মধ্যে একটি বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (CEPA) নিয়ে আলোচনা শুরুর জন্য তিনি কৃতজ্ঞ। এই মাসের শেষ দিকে ইউএইয়ের একটি উচ্চপর্যায়ের মন্ত্রিসভা প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে বলে জানা গেছে।