সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন

বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করছে থাইল্যান্ড

  • আপডেট সময় সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

ভিসা নিয়ে সুখবর দিয়েছে থাইল্যান্ড। দেশটি জানিয়েছে, বাংলাদেশিদের জন্য সাধারণ পাসপোর্টে আগামী ২ জানুয়ারি থেকে ই-ভিসা চালু করতে যাচ্ছে থাইল্যান্ড। এখন থেকে সরকারি পাসপোর্টে আর থাই ভিসা লাগবে না। আগামী ১৯ ডিসেম্বর থেকে ভিসা ছাড়াই সরকারি পাসপোর্টে থাইল্যান্ড ভ্রমণ করা যাবে।

সোমবার ( ১৬ ডিসেম্বর) ঢাকাস্থ থাইল্যান্ড দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আবেদনকারীদের https://www.thaievisa.go.th  ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই নতুন ব্যবস্থার মাধ্যমে, আবেদনকারীরা ই-মেইলের মাধ্যমে অনুমোদিত ভিসা পাবেন। এরপর এটি প্রিন্ট করে থাই ইমিগ্রেশন সেন্টারে উপস্থাপন করতে পারবেন তারা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আবেদনকারীদের https://www.combank.net.bd/thaievisa ওয়েবসাইটের মাধ্যমে দূতাবাসের ব্যাংক অ্যাকাউন্টে আবেদন ফি জমা দিতে পারবেন। এরপর দূতাবাসের যাচাইকরণের জন্য সিস্টেমে পেমেন্ট ইনফো সামারিতে তার তথ্য দিতে হবে।

দূতাবাস জানিয়েছে, ই ভিসা চালুর প্রস্তুতির জন্য আগামী ২৪ ডিসেম্বর থেকে বিদ্যমান চারটি ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে আবেদন গ্রহণ করা বন্ধ করে দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com