শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৬:৪৯ অপরাহ্ন

বাংলা‌দে‌শিদের জন্য ই-‌ভিসা চালু করল সৌদি

  • আপডেট সময় মঙ্গলবার, ২ মে, ২০২৩

বাংলা‌দে‌শি নাগ‌রিক‌দের জন‌্য ই-‌ভিসা চালু ক‌রে‌ছে সৌ‌দি আরব। প্রথম দেশ হি‌সে‌বে এ সু‌বিধা পা‌ওয়ার মধ‌্য দি‌য়ে সৌ‌দি আরবে যে‌তে বাংলা‌দে‌শি‌দের স্টিকার ভিসা লাগ‌বে না।

সোমবার (১ মে) ঢাকার সৌদি দূতাবাসে এক অনুষ্ঠানের মাধ‌্যমে ই-ভিসার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠা‌নে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। বাংলাদেশের নাগরিকরা আজ থেকে ই-ভিসা নিয়ে সৌদি আরব যেতে পারবেন। তাই আর স্টিকার ভিসার প্রয়োজন হবে না।

রাষ্ট্রদূত ব‌লেন, আগে বাংলাদেশিদের ওমরাহর জন্য ই-ভিসা চালু ছিল। তবে এখন থেকে সব ধরনের ভিসার ক্ষেত্রে ই-ভিসা নেওয়া যাবে।

সুদান থে‌কে বাংলা‌দে‌শি নাগ‌রিক‌দের সৌ‌দি আরব নেওয়া প্রস‌ঙ্গে এক প্রশ্নের জব‌া‌বে তিনি ব‌লেন, সুদান থেকে ১০০টি দেশের ৬ হাজার লোককে উদ্ধার করেছে সৌ‌দি। বাংলাদেশের নাগরিকদেরও উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। সুদান থে‌কে কেউ সৌ‌দি‌তে আশ্রয় চাইলে তাদের তা দেওয়া হবে।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক শহীদুল আলম বলেন, ভিসা ইংরেজি বা বাংলা ভাষা থাকলে সুবিধা হয়। কারণ বাংলা‌দে‌শি‌ যেসব কর্মী দেশ‌টি‌তে যান তারা আরবি ভাষা পড়তে পারেন না। পরবর্তীতে সৌদি আরব ই-ভিসায় ইংরেজি বা বাংলা ভাষা সংযোজন করবে ব‌লে আমরা আশা কর‌ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com