শনিবার, ০৩ মে ২০২৫, ১১:০৩ অপরাহ্ন

বাংলাদেশকে তথ্যপ্রযুক্তিতে সহযোগিতা করবে সিঙ্গাপুর

  • আপডেট সময় শনিবার, ৩ মে, ২০২৫

বাংলাদেশের তথ্যপ্রযুক্তিসহ লজিস্টিক খাতের সক্ষমতা বৃদ্ধি ও ব্যবসা পরিচালন ব্যয় কমানোর সহযোগিতায় আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর।

সম্প্রতি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) গুলশান সেন্টারে সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোর নেতৃত্বে ১২ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে এক দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা সভায় এ আগ্রহ প্রকাশ করা হয়।

সভায় স্বাগত বক্তব্যে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ মনে করেন যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত ৯০ দিনের জন্য স্থগিত হওয়া বৈশ্বিক বাণিজ্যের জন্য স্বস্তিদায়ক। তবে বিষয়টির স্থায়ী সমাধানে কূটনৈতিক আলোচনার মাধ্যমে উদ্যোগ নিতে হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি জানান, সিঙ্গাপুর বর্তমানে বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম বিনিয়োগকারী দেশ, ইতিমধ্যে দেশটির উদ্যোক্তারা ১.৭৮ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ করেছেন। গত অর্থবছরে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ২.৬৪ বিলিয়ন মার্কিন ডলার।

তাসকীন আহমেদ বলেন, ‘আধুনিক বন্দর ব্যবস্থাপনার মাধ্যমে সিঙ্গাপুর বৈশ্বিক বাণিজ্যের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে।’ বাংলাদেশের বন্দর, অবকাঠামো, লজিস্টিক, নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি ও স্বাস্থ্য খাতে সিঙ্গাপুরের উদ্যোক্তাদের বিনিয়োগের যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

পাশাপাশি, বাংলাদেশের এসএমই খাতের দক্ষতা উন্নয়ন ও রফতানি সম্প্রসারণে সিঙ্গাপুরের সহযোগিতা প্রত্যাশা করেন।

সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লো বলেন, ‘দক্ষ বন্দর ব্যবস্থাপনা ও লজিস্টিক সুবিধা বাড়ালে ব্যবসায়িক ব্যয় কমানো সম্ভব, যা বাংলাদেশের উদ্যোক্তাদের বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে সহায়তা করবে।’ তিনি জানান, বাংলাদেশকে লজিস্টিক খাতে উন্নয়নের মাধ্যমে সহযোগিতা দিতে আগ্রহী সিঙ্গাপুর।

এছাড়া, রাজস্ব খাতে সংস্কার ও অটোমেশনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘ইএসজি কমপ্লায়েন্স, নবায়নযোগ্য জ্বালানি ও সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে শিল্পখাতকে টেকসই করতে হবে। সিঙ্গাপুর ইতিমধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়িয়েছে-যেখানে বাংলাদেশি উদ্যোক্তাদেরও অংশগ্রহণের সুযোগ রয়েছে।’ আলোচনা সভায় ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, সহসভাপতি মো. সালিম সোলায়মান এবং পরিচালক পর্ষদের সদস্য ছাড়াও সিঙ্গাপুর হাইকমিশনের চ্যার্জ দ্য অ্যাফেয়ার্স মিশেল লি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com