নির্বাচিত প্রেসিডেন্ট শপথ গ্রহণের আগে গণ ডিপোর্টেশন বাস্তবায়নে নিউইয়র্কের স্যাংচুয়ারি (শরণার্থী/অভিবাসী সুরক্ষা) আইন শিথিল ও পরিবর্তন হতে পারে এমনটাই আশংকা ছিলো। তবে নিউইয়র্ক স্টেট ও সিটির স্যাংচুয়ারি (অভিবাসী সুরক্ষা ) আইনটি বহাল থাকছে। এতে করে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট এজেন্টরা চাইলেও অভিবাসী সুরক্ষা আইন ভঙ্গ করে ওয়ারেন্ট ছাড়া স্কুল-হাসপাতালসহ বাসায় অভিযান চালাতে পারবেনা এবং কোন ব্যক্তিকে তার ইমিগ্রেশন স্ট্যাটাস জিজ্ঞাসা করতে পারবেনা। এছাড়া ওয়ারেন্ট কিংবা কোর্টের নির্দেশ ছাড়া অভিবাসন প্রত্যাশীদের কোন তথ্য দিতে পারবে না।
অবৈধ অভিবাসীদের গণগ্রেফতার শুরুর ঘোষণায় সতর্কতা অবলম্বন করেছে নিউইয়র্ক সিটির উইন সহ বেশ কয়েকটি সংস্থা। সোমবার ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের পর দিন থেকেই দেশে অবৈধ অভিবাসীদের গণহারে গ্রেফতার শুরু করবে আমেরিকান অভিবাসন কর্তৃপক্ষ আইসিই। ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের একজন শীর্ষ সীমান্ত কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন । আর এ খবর সামনে আসার পরপরই নিউইয়র্ক সিটির সংস্থাগুলো সতর্কতা অবলম্বন করতে শুরু করেছে। কারণ নিউইয়র্কেও অবৈধ অভিবাসীদের সংখ্যা রেকর্ড পরিমানে রয়েছে। শিকাগোতে প্রাথমিকভাবে ‘অভিবাসন অভিযান’ চালানোর ঘোষণা দেয়ার কথা জানা গেছে ।
ডোনাল্ড ট্রাম্পের প্রথম টার্মে ২০১৭ সালে নিউইয়র্কের সাবেক গভর্ণর অ্যান্ড্রু কুওমো একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। যা ব্যয়বহুল সুরক্ষা নীতিগুলিকে অন্তর্ভুক্ত করে এবং রাষ্ট্রীয় কর্মকর্তা ও আইন প্রয়োগকারী এজেন্টদের কোনও ব্যক্তির অভিবাসন অবস্থা সম্পর্কে অনুসন্ধান করতে নিষেধ করে।
স্থানীয় সংশোধন ও আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সাধারণত ইউএস ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট কর্মকর্তাদের সঙ্গে সহযোগিতা করতে নিষেধ করা হয়েছে। তবে কেবল যখন কোন ব্যক্তিরা প্রায় ১৭০টি প্রধান ও সহিংস অপরাধে দোষী সাব্যস্ত হয় তাদের গ্রেপ্তারে তথ্য দিয়ে সহযোগিতা করতে পারে। দুই বছর আগে একটি সিটি কাউন্সিলের শুনানির সময় প্রকাশিত ইমেইলগুলির তথ্যমতে সিটির কর্মকর্তারা ২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যে আইস এজেন্টদের সঙ্গে সমন্বয় করতে অতিরিক্ত কার্যক্রম করেছিলেন। নিউইয়র্ক স্টেটের এসেম্বলিতে পাশ হওয়া বিল এ ৫৬৮৬ ও স্টেট সিনেটে পাশ হওয়া বিল এস ৯৮৭ অনুযায়ী দ্য নিউইয়র্ক ফর অল এ্যাক্ট অনুসারে পুলিশ ও আইন প্রয়োগকারী কর্মকর্তা নিউইয়র্ক স্টেটের কোনো ব্যক্তিকে তার ইমিগ্রেশন স্ট্যাটাস কি তা জানার জন্য জিজ্ঞাসা করতে পারবে না।
বৃহস্পতিবার নিউইয়র্ক সিটি কাউন্সিলে এক শুনানির আয়োজন করা হয়। আসন্ন প্রশাসনের নানা কর্মসূচীকে মোকাবেলা করার জন্য সিটির প্রস্তুতি কেমন সেগুলো জানতে এ শুনানীর আয়োজন করা হয়। সিটি ইমিগ্রেশন বিষয়ক কর্মকর্তাদের কাছে ইমিগ্রেশন এনফোর্সমেন্টের বিষয়ে প্রস্তুতি কেমন তা জানতে চান কাউন্সিল স্পিকার এড্রিয়েন এডামস ।
ইমিগ্রেশন এফেয়ার্সের কমিশনার ম্যানুয়েল ক্যাস্ট্রো শুনানিতে বলেন, যেহেতু আমরা ফেডারেল সরকারের এ্যাকশনকে নিয়ন্ত্রণ বা প্রতিরোধ করতে পারব না, আমরা তাই এই ঝুঁকিপূর্ণ অভিবাসীদের তাদের অধিকার বিষয়ে সচেতন করে তুলছি।
ক্যাস্ট্রো বলেন, মেয়র এডামস ইতিমধ্যেই ‘পাবলিক সেফটি’ বিষয়ক কর্মসূচী গ্রহণ করেছেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান স্যাংচুয়ারি আইন মেনে চলার নির্দেশ দিয়েছেন।
এদিকে ৩০ ডিসেম্বর মেয়র সিটির বিভিন্ন এজেন্সিকে পাঠানো এক ইমেইলে ইমিগ্রান্টদের রক্ষার কথা পুনর্ব্যক্ত করে বলেছেন, আমাদের স্টাফ ও সবাইকে মনে করিয়ে দিতে চাই সিটির স্যাংচুয়ারি আইন ও প্রাসঙ্গিক নির্বাহী আদেশ মেনে চলতে হবে।
যদিও ৫ নভেম্বরের পর একাধিক সংবাদ সম্মেলনে মেয়র এরিক এডামস বলেছেন তিনি আসন্ন ট্রাম্প প্রশাসনের সাথে কাজ করবেন। ১২ ডিসেম্বর একটি সংবাদ সম্মেলনে সিটির স্যংচুয়ারি আইনে শিথিলতা আনতে তিনি নির্বাহী আদেশে স্বাক্ষরের পরিকল্পনার কথা বলেছিলেন। মেয়র আরো বলেছিলেন, শহরে অপরাধীদের স্বর্গরাজ্য হতে দিবেন না। অপরাধীদের বিতাড়নে তাঁর প্রশাসন আইস ও হোমল্যান্ড সিকিউরিটিকে সহযোগিতা করবে।
বৃহস্পতিবার সিটি কাউন্সিলে শুনানির আগে সিটি হলের সামনে ২০০এরও বেশি ইমিগ্রান্ট এডভোকেটস এবং সিটি কাউন্সিল সদস্য এক প্রতিবাদ সমাবেশে ইমিগ্রান্টদের পাশে দাঁড়ানোর জন্য মেয়রের প্রতি আহবান জানান।
ইমিগ্রান্ট এফেয়ার্স ডিপার্টমেন্ট গত বছরের জুন মাস থেকেই বিভিন্ন শেল্টারে, স্কুলে এবং ধর্মীয় প্রতিষ্ঠানে ‘নো ইয়োর রাইটস’ বিষয়ক সেশনের আয়োজন করেছে। সর্বশেষ বৃহস্পতিবার সিটি কাউন্সিল স্পিকার এডমস ইমিগ্রান্ট কমিউনিটিকে সুরক্ষার জন্য কাউন্সিলে ওভারসাইট হেয়ারিং এর আয়োজন করলেন।