সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন

বসুন্ধরা থেকে গ্রেপ্তার সালাম মুর্শেদী

  • আপডেট সময় মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

খুলনার সাবেক সংসদ সদস্য ও বাফুফের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় গ্রেপ্তার হয়েছেন।

মঙ্গলবার রাতে র‌্যাব এক বার্তা জানিয়েছে, ২০২২ সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী ২০০৮ সাল থেকে বাফুফের সিনিয়র সহ-সভাপতির পদে ছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর ওই পদ থেকে তিনি সরে দাঁড়ান।

ব্যবসায়ী নেতা সালাম মুর্শেদী বিজিএমইএ’র সভাপতি, বাফুফের ফাইন্যান্স কমিটি ও রেফারিজ কমিটির চেয়ারম্যানের দায়িত্বেও ছিলেন।

গণআন্দোলনে গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকার পতনের পর সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এমপিদের গ্রেপ্তারের মধ্যে সালাম মুর্শেদীও গ্রেপ্তার হলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com