বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন

বসন্তবরণে জেন–জিরা সাজতে পারে যে পোশাকে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫

সন্তে ফুলের রংটাই যেন পোশাকেও চলে আসে। অজান্তেই এদিন চুলে উঠে আসে ফুল, গাঁদা ফুলের মালা হয়ে ওঠে হাতের ব্রেসলেট। হালকা সাজে, রঙিন নকশার পোশাক পরে দিনটিকে উদ্‌যাপন করা হচ্ছে দিনের পর দিন। জেন–জিরা টপস, প্যান্ট, স্কার্ট আর শাড়িতে সেজে উঠবে নিজস্ব স্টাইলে। বসন্তের দিন পুরো পোশাকই যে নতুন হতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই। নতুন কেনা টপসের সঙ্গে পুরোনো প্যান্ট যেমন মেলানো যাবে, তেমনি শাড়ির সঙ্গে অনায়াসে পরে ফেলা যাবে ঘরে থাকা ক্রপ টপ। স্টাইলটা না হয় ওদের হাতেই ছেড়ে দিলাম। দোকান ঘুরে দেখা গেল তরুণীদের জন্য করা বসন্তের পোশাকগুলোতে প্রাধান্য পেয়েছে আরামদায়ক কাপড়, উজ্জ্বল রং আর বোহেমিয়ান কাট। ক্রপ টপ আবার জনপ্রিয়তা পাবে। থাকবে ঢোলা প্যান্ট। নকশায় চলে এসেছে ফুল, প্রাণী আর প্রকৃতির নানা উপকরণ। সেসবেরই একঝলক তুলে ধরা হলো।

হলুদ রঙের এই পোশাক পরে প্রজাপতির মতোই নিশ্চিন্ত মনে ঘুরে বেড়ানো যাবে। পায়ে সাদা স্নিকারস, সেটা আরও ভিন্নমাত্রা এনেছে
হলুদ রঙের এই পোশাক পরে প্রজাপতির মতোই নিশ্চিন্ত মনে ঘুরে বেড়ানো যাবে। পায়ে সাদা স্নিকারস, সেটা আরও ভিন্নমাত্রা এনেছেপোশাক: পটের বিবি। ছবি: প্রথম আলো

সুতির কাপড়ের লম্বা পোশাকটির ওপর প্যাচওয়ার্কের একটা আদল ফুটিয়ে তোলা হয়েছে। হাতাকাটা হওয়ায় গরমে আরাম পাওয়া যাবে। দুই ঝুঁটিঁর মাঝে মাঝে ছোট বুনো ফুল গুঁজে দেওয়া। সাদা স্কার্টের সঙ্গে কমলা রঙের টপ। দুটোই টাঙ্গাইলের সুতির কাপড়ে তৈরি করা
সুতির কাপড়ের লম্বা পোশাকটির ওপর প্যাচওয়ার্কের একটা আদল ফুটিয়ে তোলা হয়েছে। হাতাকাটা হওয়ায় গরমে আরাম পাওয়া যাবে। দুই ঝুঁটিঁর মাঝে মাঝে ছোট বুনো ফুল গুঁজে দেওয়া। সাদা স্কার্টের সঙ্গে কমলা রঙের টপ। দুটোই টাঙ্গাইলের সুতির কাপড়ে তৈরি করাপোশাক: আফসানা ফেরদৌসী ও খুঁত। ছবি: প্রথম আলো

পুরো সাজেই প্রাধান্য পেয়েছে একটি রং। শুধু গলার লকেটে রঙিন ফ্রিদা কাহলোর ছবি। ফ্রিদা কাহলোর চুলের ফুলের সাজটাই যেন তুলে ধরা হয়েছে হাতে
পুরো সাজেই প্রাধান্য পেয়েছে একটি রং। শুধু গলার লকেটে রঙিন ফ্রিদা কাহলোর ছবি। ফ্রিদা কাহলোর চুলের ফুলের সাজটাই যেন তুলে ধরা হয়েছে হাতেশাড়ি: শিথীলতা। ছবি: প্রথম আলো

ব্লকের নকশার কুর্তার সঙ্গে টাইটস। সারা দিনের জন্য আদর্শ
ব্লকের নকশার কুর্তার সঙ্গে টাইটস। সারা দিনের জন্য আদর্শপোশাক: খুঁত। ছবি: প্রথম আলো

লাল, হলুদ, ম্যাজেন্টা, সাদা—এই চার রংই ঘুরিয়ে–ফিরিয়ে পরা যায়। আগেই বলেছি, সব পোশাক যে নতুন হতে হবে, বিষয়টি তা নয়; বরং আগের কেনা পোশাকটাই যদি নতুন স্টাইলে পরতে পারেন, মন্দ কী? সাজে প্রাধান্য পেয়েছে কিছুটা বোহেমিয়ান স্টাইল। চুলে প্যাঁচানো ফিতা, কোমরের বেল্ট, কোঁকড়া চুল, হাতে বাঁধা ছোট ফুলের ব্রেসলেট যেকোনো পোশাকের সঙ্গেই মানিয়ে যাবে
লাল, হলুদ, ম্যাজেন্টা, সাদা—এই চার রংই ঘুরিয়ে–ফিরিয়ে পরা যায়। আগেই বলেছি, সব পোশাক যে নতুন হতে হবে, বিষয়টি তা নয়; বরং আগের কেনা পোশাকটাই যদি নতুন স্টাইলে পরতে পারেন, মন্দ কী? সাজে প্রাধান্য পেয়েছে কিছুটা বোহেমিয়ান স্টাইল। চুলে প্যাঁচানো ফিতা, কোমরের বেল্ট, কোঁকড়া চুল, হাতে বাঁধা ছোট ফুলের ব্রেসলেট যেকোনো পোশাকের সঙ্গেই মানিয়ে যাবেপোশাক: রঙ বাংলাদেশ, পটের বিবি। ছবি: প্রথম আলো

সুতির শাড়িতে দুই সখী
সুতির শাড়িতে দুই সখীপোশাক: খুঁত ও আফসানা ফেরদৌসী। ছবি: প্রথম আলো

পোশাকে ফুলের নকশা
পোশাকে ফুলের নকশাছবি: প্রথম আলো

গরমে আরাম পাওয়া যাবে এ ধরনের পোশাকে
গরমে আরাম পাওয়া যাবে এ ধরনের পোশাকে
প্রথম আলো

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com