প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবান। অনেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য ভারতের দার্জিলিং যান। তবে সৌন্দর্যের দিক থেকে বান্দরবান দার্জিলিং থেকে কোনো অংশেই কম নয়। বান্দরবানে শুধু শীতকালেই বেড়াতে যাবেন এমন কোনো কথা নেই।
সেখানে বর্ষাকালে বেশি মেঘ দেখা যায়। সারা বছরই পর্যটকরা সেখানে ভিড় করে।
বান্দরবান জেলায় দেখার মতো জায়গাগুলো হলো-
১। নীলগিরি ২। স্বর্ণমন্দির ৩। মেঘলা ৪। শৈল প্রপাত ৫। নীলাচল ৬। মিলনছড়ি ৭। চিম্বুক ৮। সাঙ্গু নদী ৯। তাজিনডং ১০। কেওক্রাডং ১১। জাদিপাই ঝরণা ১২। বগালেক ১৩। মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স ১৪। প্রান্তিক লেক ১৫। ঋজুক জলপ্রপাত ১৬। নাফাখুম জলপ্রপাত। এছাড়া বান্দরবানে কয়েকটি ঝিরি রয়েছে। যেমন- চিংড়ি ঝিরি, পাতাং ঝিরি, রুমানাপাড়া ঝিরি।
এতগুলো জায়গা একসঙ্গে দেখা সম্ভব নয়। তবে বান্দরবান শহরে থেকে, আশেপাশের ৭টি এলাকা- স্বর্ণ মন্দির, নীলগিরি, মেঘলা, নীলাচল, শৈল প্রপাত, মিলনছড়ি ও চিম্বুক ঘুরে আসতে পারেন।