1. [email protected] : চলো যাই : cholojaai.net
বর্নিল আয়োজনে মিশিগানে বাংলা নববর্ষ উদযাপিত
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লস এঞ্জেলেসে ২.৬২ বিলিয়ন ডলারে কনভেনশন সেন্টার সম্প্রসারণ, লক্ষ্য ২০২৮ অলিম্পিক বিশ্বের বিভিন্ন দেশে ভিসা জটিলতায় বাংলাদেশিরা বেদুইন গোষ্ঠী থেকে সৌদি আরব যেভাবে রাষ্ট্রে পরিণত হয়েছে এ বছর ভিসামুক্ত দেশের তালিকা বড় করেছে যেসব দেশ ২১ বছরে বয়সে ১৯৬ দেশ ভ্রমণ! মার্কিন কন্যার বিশ্ব রেকর্ড বাংলাদেশি পাসপোর্টে ভিসা ছাড়া ৩৯ দেশে ভ্রমণের সুযোগ ইমিগ্রেশনের সময় এই ৭ কথা ভুলেও বলবেন না, ভেস্তে যেতে পারে ভ্রমণ ভিসা নিয়মে আরও পরিবর্তন আনল অ্যামেরিকা, বিপাকে পড়বেন কারা মার্কিন এইচ-১বি ভিসার ফি বাড়ায় বাড়ছে আমিরাতের ভিসার চাহিদা দুবাইয়ে চালু হচ্ছে বিশ্বের প্রথম ব্যক্তিগত রোবোকার

বর্নিল আয়োজনে মিশিগানে বাংলা নববর্ষ উদযাপিত

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

মঙ্গল শোভাযাত্রা পটচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মিশিগানে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে।

গত রবিবার, ২০ এপ্রিল যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটির শিবমন্দিরে এক মনোমুগ্ধকর নববর্ষ উদযাপনের সাক্ষী থাকলো গোটা মিশিগান প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। দুপুর ২টায় শুরু হওয়া অনুষ্ঠানে বৈশাখী মেলা থেকে রাত অবধি চলা সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ হন অগনিত দর্শক।

এবারের বৈশাখী মেলার থিম ও স্টেজ সাজিয়েছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী অলক চৌধুরী, যা দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। বিকাল ৫টায় শুরু হয় মঙ্গল শোভাযাত্রা, যা এবারের অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিল। এরপর পরেই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যার মূল আকর্ষণ ছিল ম্যাগাজিন অনুষ্ঠান। এই অনবদ্য আয়োজনের সঞ্চালনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন শিবমন্দিরের প্রিস্ট পূর্ণেন্দু চক্রবর্তী অপু।

সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থান সংকুলানের অভাবে অনেকেই কার্পেটে বসে অনুষ্ঠান উপভোগ করেন, যা প্রমাণ করে এই আয়োজনে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। পটচিত্র প্রদর্শনী ছিল এই অনুষ্ঠানের প্রাণ। জনপ্রিয় শিল্পী পৃথা দেব ও তার দল–অতুল দস্তিদার, অরুপ পুরকায়স্থ, জিতেন দেব, পরেশ দেবনাথ, অসিত বরন চৌধুরী, ঝন্টু দাশ, চিনু মৃধা, চন্দনা বানার্জী, সুস্মিতা চৌধুরী, নীলিমা রায়, চম্পা পুরকায়স্থ, রাজশ্রী শর্মা, সঙ্গীতা পাল, রুপাঞ্জলী দাশ একত্রে মঞ্চ মাতিয়ে তোলেন।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন অপূর্ব চৌধুরী, শর্মী চক্রবর্তী, জয়ীতা নন্দী, অজিত দাশ, পৃথা দেব। নৃত্য পরিবেশন করেন আদ্রিতা হালদার, অতসী দাস, মৃত্তিকা সরকার এবং অর্পিতা সেন। নটরাজ শিল্পী গোষ্ঠীর শিল্পীরা পরিবেশন করেন দুটি সমবেত নৃত্য ও সঙ্গীত। এতে অংশ নেন অজিত দাশ, রতন হালদার, অতুল দস্তিদার, দিপক দেব, স্বদেশ রঞ্জন সরকার, ঝন্টু দাশ, চিনু মৃধা, নিলীমা রায়, সঙ্গীতা পাল, সুস্মিতা চৌধুরী, সুপর্না চৌধুরী, রাজশ্রী শর্মা, গৌরী আচার্য্য বেবী, রুপাঞ্জলী চৌধুরী, প্রতিভা কপালী, শর্মী চক্রবর্তী। কবিতা আবৃত্তি করেন চন্দনা বানার্জী এবং অজিত দাশ। অলক চৌধুরী পরিবেশন করেন শিবমন্দিরের আত্মকথা এবং অসিত বরন চৌধুরী উপহার দেন যন্ত্র সঙ্গীত।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সৌরভ চৌধুরী, অন্তরা অন্তি, নীলিমা রায়, এবং রাজশ্রী শর্মা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিবমন্দিরের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট দার্শনিক ও নিউরোলজিস্ট ডা. দেবাশীষ মৃধা ও চিনু মৃধা, যারা বাঙালিয়ানা ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন।

শিবমন্দিরের এই আয়োজনে নববর্ষ শুধু একটি উৎসব নয়, হয়ে উঠেছে এক আন্তরিক মিলনমেলা এবং প্রবাসে বাঙালি সংস্কৃতির গর্বিত বহিঃপ্রকাশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com