ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতি বছর ৬০ লাখ মেডিকেল পর্যটক আকৃষ্ট করার পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছেন দেশটির অর্থনৈতিক কূটনীতি বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী মাহদি সাফারি। খবর বার্তা সংস্থা ইরনার।
সোমবার সাফারি পর্যটন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা এবং অন্যান্য ভ্রমণ ব্যক্তিবর্গ, হাসপাতাল প্রশাসক এবং ট্যুর অপারেটরদের উপস্থিতিতে এক বৈঠকে এই তথ্য জানান।
মাহদি সাফারি বলেন, এই লক্ষ্য অর্জনের জন্য সংশ্লিষ্ট সংস্থা এবং প্রতিষ্ঠানের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজন, এবং পররাষ্ট্র মন্ত্রণালয় তার সমস্ত শক্তি দিয়ে বিভিন্ন মাত্রায় পর্যটন উন্নয়নে কাজ করছে।
ইরানের উপ-পর্যটন মন্ত্রী আলী-আসগর শালবাফিয়ান বলেছেন, চিকিৎসা পর্যটনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাটি ছিল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে মতবিরোধ এবং এই পর্যটন ক্ষেত্রের জন্য একক ট্রাস্টির অভাব। এখন সেটি সমাধান করা হয়েছে।
সূত্র: তেহরান টাইমস