টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি পরিদর্শনে প্রতিদিনই আসছেন দেশি-বিদেশি পর্যটক। ঘুরে ঘুরে দেখছেন সমাধি কমপ্লেক্স। দর্শনার্থীদের নিরাপত্তাসহ যাবতীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক।
টুঙ্গিপাড়ার বাইগার নদীর তীরে শায়িত আছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সমাধি ঘিরে ৪৮ একর জায়গায় নির্মাণ করা হয়েছে কমপ্লে¬ক্স। বঙ্গবন্ধুর বাবা-মায়ের কবরও রয়েছে এখানে।
জাতির জনকের সমাধি কমপ্লেক্স পরিদর্শনে প্রতিদিনই আসছেন দেশি-বিদেশি পর্যটকরা। শিক্ষার্থীরাও আসছে শিক্ষা সফরে। তারা ঘুরে দেখেন, ইতিহাসের অজানা অনেক অধ্যায়।
এখানে আসা দর্শনার্থীদের নিরাপত্তাসহ যাবতীয় সুবিধা নিশ্চিত করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।দর্শনার্থীদের জন্য সমাধি কমপ্লেক্সে রয়েছে বঙ্গবন্ধুর মৃতদেহ বহনকারী কফিন ও বিভিন্ন সময়ের দুর্লভ ছবি, পাঠাগার, গবেষণা কেন্দ্র, প্রদর্শনী হল এবং মুক্তমঞ্চসহ অনেক কিছু।