ইজারা নিয়ে বিরোধের জেরে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিমান জব্দ করা হয়েছে
মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান জব্দ করা হয়েছে।
গত মঙ্গলবার পাকিস্তানি এয়ারলাইন্সটি ৪০ লাখ মার্কিন ডলারের ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় এটাকে আটকে দেওয়া হয়।
পাকিস্তানি স্যাটেলাইট নিউজ চ্যানেল সামা টিভি জানিয়েছে, ইজারা নিয়ে বিরোধের জেরে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিমান জব্দ করা হয়েছে। এর আগেও একই ঘটনায় দেশটির বিমান আটকে রাখা হয়েছিল। এবার তাদের বোয়িং ৭৭৭ বিমানটিকে জব্দ করা হয়েছে।
পিআইএ মালয়েশিয়া থেকে ওই বিমানটি ইজারা নিয়েছিল। এখন ইজারাদারের অনুরোধের পরিপ্রেক্ষিতে একটি আদালত ওই বিমানটিকে আটকে রাখার নির্দেশ দেয়।
এর আগে গত বছর ১৭০ জন যাত্রীসহ পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করে রাখা হয়েছিল। ঋণ পরিশোধের ব্যর্থতার জেরে একটি আইনি বিরোধের জন্য বিমানটিকে আটকে রাখা হয়। তখন যুক্তরাজ্যের একটি আদালতে ওই পাকিস্তানি এয়ারলাইন্স ও অন্য একটি পক্ষের মধ্যে আইনি বিরোধ ছিল।
ইজারাদার বা লিজিং কোম্পানিটি ২০২০ সালে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সকে এক কোটি ৪০ লাখ ডলারের ঋণ পরিশোধে ব্যর্থতার জন্য আদালতে নিয়েছিল। পরে কূটনৈতিক আশ্বাসের বিনিময়ে বিমানটি ছেড়ে দেওয়া হয়।
সূত্র : ইন্ডয়া টুডে, ফ্রি মালয়েশিয়া টুডে