বইমেলা নগরজীবনে ভিন্ন রকম উৎসবের আমেজ নিয়ে এসেছে। অন্য দিনের মতো গতকাল বুধবারও বিকেল থেকে মেলায় সমাগম শুরু হয়। নতুন বইয়ের সংখ্যাও বাড়ছে। গতকাল সন্ধ্যায় মেলায় এসেছিলেন কবি শাহিন রিজভি ও চীনের উইন নান বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক কবি শান্তা মারিয়া দম্পতি। বিশ্বসাহিত্য ভবন থেকে এসেছে তাঁর কাব্যগ্রন্থ কবোষ্ণ পূর্ণিমা। তাঁরা বললেন মেলার পরিবেশ ভালো।
গতকাল তথ্যকেন্দ্রে নতুন বইয়ের নাম জমা পড়েছে ৯৮টি। ইউপিএল এনেছে ভেলাম ভান সেন্দেলের বাংলাদেশ জনপদের ইতিহাস ও সংস্কৃতি; অনুবাদ করেছেন মো. মাহবুবুর রহমান, কানিজ ফাতেমা ও দীপান্বিতা কিংশুক, বিদ্যাপ্রকাশ এনেছে নাসরিন জাহানের গল্প বখতিয়ারের বানরগুলি, স্বপ্ন-৭১ এনেছে নাদিয়া ইসলামের গল্প মিস্ট্রি আনসলভড, হাসান হাফিজের রূপকথার বই সাত দেশের রূপকথা এনেছে আবিষ্কার, ঐতিহ্য এনেছে আবিদ আজাদের স্মৃতিচারণা আবুল হাসানের স্মৃতি, অন্যপ্রকাশ এনেছে বিশ্বজিৎ ঘোষের গল্প প্রত্যাবর্তন।
প্রথমার স্টলের বিক্রয় প্রতিনিধিরা জানান, মেলায় তাঁদের বিক্রি বেড়েছে। নতুন এসেছে রায়হান রাইনের উপন্যাস একটি বিষণ্ন রাইফেল। পুরোনো বইয়ের মধ্যে কবি আল মাহমুদের আত্মজৈবনিক উপন্যাস যেভাবে বেড়ে উঠি বইটি এবার মেলার প্রথম দিন থেকেই ভালো চলছে। এ ছাড়া এ কে খন্দকারের ১৯৭১: ভেতরে বাইরে, আনু মুহাম্মদের অর্থশাস্ত্র: ইতিহাস দর্শন রাষ্ট্রনীতি, আসিফ নজরুলের সংবিধান বিতর্ক: ১৯৭২ গণপরিষদের রাষ্ট্রভাবনা। শব্দশিল্প এনেছে নাজনীন সুরাইয়া পরাগের কবিতা অপূর্ণতা, দিব্যপ্রকাশ এনেছে মো. মাহমুদ আলীর ইতিহাসবিষয়ক সতীদাহ প্রথা এবং পূর্ববঙ্গের সতীদাহ মন্দির।
ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রের লক্ষণগুলো কী, কীভাবে এ ধরনের শাসনের উত্থান ঘটে। রাজনীতি ও সমাজের কোন উপাদানগুলো ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রের পথ সুগম করে। বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতার সঙ্গে তুলনা করে এসব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন রাষ্ট্রবিজ্ঞানী আলী রীয়াজ তাঁর আমিই রাষ্ট্র: বাংলাদেশে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র বইতে।
আলী রীয়াজ এ বইতে দেখিয়েছেন, কীভাবে গত ১৫ বছরের বেশি সময় বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে ব্যক্তিই হয়ে উঠছিল রাষ্ট্র।