1. [email protected] : চলো যাই : cholojaai.net
ফ্রিল্যান্সিংয়ের ওয়েবসাইট: কোথায় কাজ করবেন?
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন
Uncategorized

ফ্রিল্যান্সিংয়ের ওয়েবসাইট: কোথায় কাজ করবেন?

  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ মে, ২০২১
Smiling redhead freelancer girl working with laptop sitting at summer terrace cafe. Lifestyle portrait of young business woman. Communication concept

ফ্রিল্যান্সিংয়ের কারণে দক্ষ মানুষদের কাজের সুযোগ এখন আগের চেয়ে বেড়েছে। বর্তমানে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে পছন্দ আর স্বাচ্ছন্দ্য অনুযায়ী কাজ করা সম্ভব। এমন ১০টি ওয়েবসাইট নিয়ে এক নজরে এবার জেনে নিন।

আপওয়ার্ক (Upwork)

  • এন্ট্রি বা এক্সপার্ট – যেকোন লেভেলের যে কেউ কাজ করতে পারেন
  • ঘণ্টা কিংবা প্রজেক্ট অনুযায়ী কাজ বাছাইয়ের সুবিধা
  • দীর্ঘ মেয়াদে কাজ করতে পারেন আপনার ক্লায়েন্টের সাথে
  • ওয়েব ডেভেলপমেন্ট থেকে শুরু করে আইনি সহায়তা – ১২টি ক্যাটাগরিতে কাজের সুযোগ রয়েছে

গুরু (Guru)

  • কাজের পূর্ব অভিজ্ঞতা দেখাতে পারবেন
  • ৮ ক্যাটাগরিতে কাজের সুযোগ রয়েছে
  • নির্দিষ্ট কাজ, ঘণ্টা আর মাইলস্টোনের ভিত্তিতে পেমেন্টের ব্যবস্থা

টপট্যাল (Toptal)

  • বাছাই প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয়
  • নামকরা সব কোম্পানি আর ক্লায়েন্টের সাথে কাজ করতে পারবেন

উল্লেখ্য যে, এখানে কাজ করতে হলে আপনাকে নিজের কাজে অত্যন্ত দক্ষ হতে হবে।

ফাইভার (Fiverr)

  • সর্বনিম্ন ৫ ডলারের কাজ দিয়ে শুরু করা যায়
  • ৮ ক্যাটাগরিতে কাজ করার ব্যবস্থা

ফ্রিল্যান্সার (Freelancer)

অন্য ফ্রিল্যান্সারদের সাথে প্রতিযোগিতায় নামতে হবে

  • মাইলস্টোনের ভিত্তিতে পেমেন্ট পাবেন

পিপল পার আওয়ার (PeoplePerHour)

  • ঘণ্টা অনুযায়ী পেমেন্টের ব্যবস্থা
  • ১৫টি ক্যাটাগরিতে কাজের সুযোগ রয়েছে

এনভাটো স্টুডিও (Envato Studio)

১০টি ক্যাটাগরিতে কাজের সুযোগ

  • কাজ করতে হলে এনভাটো স্টুডিওর মাধ্যমে নির্বাচিত হতে হবে

নাইন্টি নাইন ডিজাইনস (99designs)

অন্য গ্রাফিক ডিজাইনারদের সাথে প্রতিযোগিতায় নামতে হবে

  • প্রতিযোগিতায় বিজয়ী হলে পেমেন্ট পাবেন

ফ্রিল্যান্স রাইটিং জবস (Freelance Writing Jobs)

 

  • লেখালেখি, এডিটিং আর পাবলিশিংয়ের কাজ পাবেন
  • কাজের শেখার জন্য প্রয়োজনীয় বিভিন্ন কন্টেন্ট পাবেন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com