বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন

ফেলোশিপের সুযোগ দিচ্ছে বিশ্বব্যাংক, দেওয়া হবে ৪৯ লাখ টাকা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

আন্তর্জাতিক শিক্ষার্থীদের গবেষণায় আট মাসের ফেলোশিপের সুযোগ দিচ্ছে বিশ্বব্যাংক। ‘বিশ্বব্যাংক রবার্ট এস. ম্যাকনামারা ফেলোশিপ প্রোগ্রাম’এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই ফেলোশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ বিশ্বব্যাংকের যে কোনো সদস্য দেশগুলোর স্নাতকোত্তর শেষ করা শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩ এপ্রিল ২০২৩।

শিক্ষার্থীরা ফিন্যান্স এন্ড প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট, হিউম্যান ডেভেলপমেন্ট, ম্যাক্রোইকোনমিক্স এন্ড গ্রোথ, পোভার্টি এন্ড ইনইকুয়ালিটি, সাস্টেইনেবিলিটি এন্ড ইনপ্রাসট্রাকচার এবং ট্রেড এন্ড ইন্টারন্যাশনাল ইন্টিগ্রেশন বিষয়ে গবেষণা করতে পারবেন।

সুযোগ-সুবিধাসমূহ:
* জি-৪ ভিসা পেতে বিশ্বব্যাংকের এইচআর বিভাগ সহায়তা করবে।
* শিক্ষার্থীদের আট মাসে মোট ৪৪,৮৮৮ মার্কিন ডলার প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৪৯ লক্ষ টাকা।
* নির্বাচিত ব্যক্তিরা গবেষকদের তত্ত্বাবধানে বিশ্বব্যাংকে কাজ করবার সুযোগ পাবেন।
* বিশ্বব্যাংকের গ্রাহকদের সাথে সরাসরি যোগাযোগ করার সুযোগ।

McNamara-brochure-imagejpg

আবেদনের যোগ্যতা
* বিশ্বব্যাংকের যে কোনো সদস্য দেশগুলোর একটির নাগরিক হতে হবে।
* অনুন্নত দেশের নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হবে।
* ইংরেজিতে দক্ষতা থাকতে হবে।
* স্নাতকোত্তর শেষ করা শিক্ষার্থী হতে হবে।
* ৩০শে জুন, ২০২৩ এর মধ্যে, প্রার্থীদের বয়স ৩৫ বছরের কম হতে হবে।
* ফেলোশিপে অংশগ্রহণের জন্য প্রার্থীদের অবশ্যই ওয়াশিংটন, ডিসিতে স্থানান্তর করতে ইচ্ছুক হতে হবে।

* আবেদনকারীর সিভি।
* রেফারেন্স লেটার দুইটি।
* একাডেমিক পেপারস।
* পার্সোনাল স্টেটমেন্ট।
* অন্যান্য পেপারস (যদি থাকে)।

আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন https://survey.wb.surveycto.com/collect/login.html?nextUrl=%2Fcollect%2Fmcnamara_fellowship 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com