একটি ফেইসবুক প্রোফাইল কে কে ফলো বা অনুসরণ করছে সেটি দেখার সুযোগ রয়েছে এ প্ল্যাটফর্মে। নির্দিষ্ট ভাবে কোনো প্রোফাইলের বন্ধু তালিকায় যুক্ত না হয়েই সেখানের পোস্ট নিজেদের টাইমলাইনে দেখার জন্য অনেকেই ফলো অপশন ব্যবহার করেন।
দরকারে বা শুধুই কৌতূহল থেকে অনেকেই দেখতে চাইতে পারেন তাদের কারা ফলো করছে।
তবে, ফেইসবুকের প্রাইভেসি সেটিংস থেকে মানুষকে ফলো করার অনুমতি না দিলে এ তালিকাও দেখা যাবেনা বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট হাও-টু গিক। এ ছাড়া, কারও প্রোফাইল একেবারেই নতুন হলে ফলোয়ার নাও থাকতে পারে।
ডেস্কটপ থেকে
ডেস্কটপ থেকে দেখার জন্য প্রথমে যে কোনো ওয়েব ব্রাউজার থেকে ফেইসবুক আইডিতে লগইন করুন।
ফেইসবুক পেইজের ওপরে বাম কোণায় নিজের প্রোফাইল আইকনে ক্লিক করুন, এরপর নিজের নামের ওপরে ক্লিক করুন।
প্রোফাইল পেইজে, নিজের নামের নিচের অপশন থেকে ‘ফ্রেন্ডস’ বেছে নিন।
‘ফ্রেন্ডস’ সেকশন চালু হলে ‘ফলোয়ারস’ ট্যাবে ক্লিক করুন।
এখান থেকেই ফেইসবুকে অনুসরণকারীদের তালিকা দেখতে পাবেন। এরা ফেইসবুকের বন্ধু তালিকায় নাও থাকতে পারে, ‘আনলক’ থাকা প্রোফাইল অনুসরণ করতে বন্ধু তালিকায় থাকা বাধ্যতামূলক নয়।
মোবাইল অ্যাপ থেকে
মোবাইলে অনুসরণকারীদের দেখতে প্রথমে অ্যাপ চালু করুন। অ্যাপের ওপরের ডান কোণায়, মেনু বা প্রোফাইল আইকনে চাপুন।
মেনু পেইজ চালু হওয়ার পর প্রোফাইলে চাপুন।
প্রোফাইল পেইজ কিছুটা নিচে স্ক্রল করে ‘সি ইয়োর অ্যাবাউট ইনফো’ অপশনে চাপুন।
‘অ্যাবাউট’ পৃষ্ঠার একেবারে নিচে স্ক্রল করুন, এরপর ‘ফলোয়ারস’ অপশনের পাশে ‘সি অল’ অপশনে ট্যাপ করুন।
এবার ‘ফলোয়ার্স’ পেইজ সামনে আসবে যেখানে সব অনুসরণকারীর তালিকা দেখা যাবে।
ফলোয়ার তালিকা থেকে চাইলে কাউকে ফলো করা যাবে, আবার কাউকে বাদও দেওয়া যাবে। এ ছাড়া, ব্যক্তিগতভাবে কাউকে চিনে থাকলে সেখান থেকে বন্ধু তালিকায় যোগ করার অনুরোধও করতে পারেন।